Taapsee Pannu: ‘পুরুষের মতো চেহারা’, ভার্চুয়াল কটাক্ষের জবাব কী ভাবে দিলেন তাপসী?
Taapsee Pannu: ট্রোলিং পাত্তা না দেওয়া অভ্যেস করে ফেলেন শিল্পীরা। কিন্তু তাপসী ব্যতিক্রম। তিনি কিন্তু এই মন্তব্যের জবাব দিয়েছেন।

কেরিয়ারের প্রথম থেকেই বেছে কাজ করতে পছন্দ করেন তাপসী পান্নু। বলিউড অভিনেত্রীর সিভিতে এখনও পর্যন্ত যে সব চরিত্র রয়েছে, প্রতিটি স্পেশ্যাল। প্রতিটি কাজের জন্য আলাদা করে প্রস্তুতি নেন তিনি। তাঁর আসন্ন ছবি রেশমী রকেটের জন্য নিজেকে শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত করেছিলেন। তাঁর শারীরিক পরিবর্তনের জন্য ছবি মুক্তির আগেই ট্রোলিংয়ের শিকার হলেন।
সদ্য ‘রেশমি রকেট’-এর ট্রেনিং সেশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাপসী। গুজরাতের এক অ্যাথলিটের ভূমিকায় এই ছবিতে অভিনয় করছেন। ছবিতে দেখা যাচ্ছে তাপসীর পিঠের অংশ। তা দেখে জনৈক সোশ্যাল ইউজার টুইট করেন, ‘একমাত্র তাপসী পান্নুরই এমন ছেলেদের মতো চেহারা হতে পারে।’
ট্রোলিং পাত্তা না দেওয়া অভ্যেস করে ফেলেন শিল্পীরা। কিন্তু তাপসী ব্যতিক্রম। তিনি কিন্তু এই মন্তব্যের জবাব দিয়েছেন। তাপসী লিখেছেন, ‘আমি শুধু বলতে পারি, এই লাইনটা মনে রাখবেন এবং আগামী ২৩ সেপ্টেম্বরের জন্য অপেক্ষা করুন। আগে থেকেই ধন্যবাদ। এই প্রশংসার জন্য সত্যিই আমি প্রচুর পরিশ্রম করেছি।’
All I will say is…. Just remember this line and wait for 23rd September 🙂 And advance mein THANK YOU I really worked hard for this compliment ?? https://t.co/O5O8zMRzP0
— taapsee pannu (@taapsee) September 20, 2021
অর্থাৎ ট্রোলিংয়ে প্রশংসা হিসেবে গ্রহণ করলেন তাপসী। তিনি অভিনেত্রী। চরিত্র হয়ে ওঠা তাঁর কাজ। একজন অ্যাথলিটের চরিত্রের জন্য যতটা শারীরিক কঠোরতা দরকার, অভিনয়ের খাতিরে তা তাঁকে অর্জন করতে হয়েছে। আর তাতে যে তিনি সফল তা এই ধরনের মন্তব্যেই স্পষ্ট বোঝা যায় বলে মনে করেন তাপসী। ‘
২০২১কে পাখির চোখ করেছেন তাপসী। শুটিং শুরুর আগে ট্র্যাকে হাড়ভাঙা পরিশ্রম করতে হচ্ছে তাঁকে। নিতে হচ্ছে বিশেষ ট্রেনিং। রয়েছে জিম সেশনও। তার জন্যই প্রবল কষ্ট করতে হচ্ছে। কিন্তু সবটাই তিনি করছেন হাসি মুখে। চরিত্রের প্রয়োজনে বিশেষ ডায়েটে করেছিলেন তিনি। নিউট্রিশনিস্ট, ফিজিওথেরাপিস্ট, ট্র্যাক ট্রেনার, অ্যাথলেট কোচ, জিম ট্রেনার- বিভিন্ন পেশার পেশাদারের পরামর্শ নিয়ে নিজের দৈনন্দিন রুটিন সাজিয়েছিলেন। আকর্ষ খুরানা রয়েছেন পরিচালনার দায়িত্বে। তাপসীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন প্রিয়াংশু পানিয়ুলি।
View this post on Instagram
অনুভব সিনহা পরিচালিত ‘থাপড়’ তাপসীর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। কিছুদিন আগে ওয়েব স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাপসী এবং বিক্রান্ত মাসি অভিনীত ‘হাসিনা দিলরুবা’। সে ছবিতেও তাপসীর পারফরম্যান্স প্রশংসা আদায় করে নিয়েছে দর্শকের। আপাতত পাখির চোখ ‘রেশমি রকেট’।
অন্যদিকে ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’-তে অভিনয় করছেন তাপসী। পরিচালনার দায়িত্বে সৃজিত মুখোপাধ্যায়। দীর্ঘ প্র্যাকটিসের শুটিং শুরু করেছেন অভিনেত্রী। এই ছবির জন্য নিজেকে শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুত করেছেন তাপসী। কঠিন ট্রেনিংয়ের মধ্যে বাঁধা ছিল তাঁর রুটিন। কড়া ডায়েটে নিজেকে রেখেছিলেন। পাশাপাশি মাঠে একজন খেলোয়াড়ের শরীরী মেজাজ, মানসিক গঠন যেমন থাকে, তা পুরোপুরি বজায় রাখার জন্য নিজেকে বাইরের জগত থেকে আলাদা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি শুরু করেছেন প্রযোজনাও। সব মিলিয়ে তাঁর কেরিয়ারগ্রাফ আপাতত ঊর্দ্ধমুখী।
আরও পড়ুন, Bigg Boss OTT: অযোগ্য হিসাবে বিগ বস ওটিটি জিতেছেন দিব্যা, সমালোচনায় মুখ খুললেন বয়ফ্রেন্ড বরুণ





