Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bigg Boss OTT: অযোগ্য হিসাবে বিগ বস ওটিটি জিতেছেন দিব্যা, সমালোচনায় মুখ খুললেন বয়ফ্রেন্ড বরুণ

Bigg Boss OTT: দৌড়ে ছিলেন পাঁচ জন। শেষ হাসি হাসলেন দিব্যাই। পাঁচ টপ ফাইনালিস্টের মধ্যে ছিলেন শমিতা শেট্টি, প্রতীক সহজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট ও রাকেশ বাপট।

Bigg Boss OTT: অযোগ্য হিসাবে বিগ বস ওটিটি জিতেছেন দিব্যা, সমালোচনায় মুখ খুললেন বয়ফ্রেন্ড বরুণ
দিব্যা আগরওয়াল।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2021 | 4:34 PM

দিন দুয়েক আগেই বিগ বস ওটিটি জিতেছেন দিব্যা আগরওয়াল। এই জয়ের পথ খুব একটা মসৃণ ছিল না। আবার প্রথম স্থান অধিকার করার পরও সমালোচনা শুনতে হচ্ছে দিব্যাকে। তিনি নাকি প্রথম স্থান অধিকার করার যোগ্য নন। অযোগ্য প্রতিযোগী হিসেবে এই রিয়ালিটি শো জিতেছেন। ভার্চুয়াল মাধ্যমে এ ভাবেই আক্রমণ করা হচ্ছে দিব্যাকে। তাঁর সমর্থনে এগিয়ে এলেন বয়ফ্রেন্ড বরুণ সুদ।

টুইটারে এক ব্যক্তি দিব্যার উদ্দেশে লেখেন, ‘আমার মতে দিব্যা প্রথম স্থান অধিকারের যোগ্য নন। বিগ বস হাউজ থেকে বেরিয়ে আসার পরও কত অহঙ্কার দেখাচ্ছিল। কয়েক সেকেন্ড প্রেস এবং পাবলিকের জন্য দিতে কেন পারলেন না?’

দিব্যার হয়ে এই বক্তব্যের উত্তর দিয়েছেন বরুণ। তিনি জবাবি টুইটে লিখেছেন, ‘কারণ ওরা চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দিচ্ছিল। পাশাপাশি ফলাফল কী হবে, সেটা আমরা বলে দিই নি।’ শুধু এই বক্তব্যই নয়। দিব্যাকে যাঁরাই বিগ বস নিয়ে টুইটারে আক্রমণ করেছেন, তাঁদের অনেককেই জবাব দিয়েছেন বরুণ।

দৌড়ে ছিলেন পাঁচ জন। শেষ হাসি হাসলেন দিব্যাই। পাঁচ টপ ফাইনালিস্টের মধ্যে ছিলেন শমিতা শেট্টি, প্রতীক সহজপাল, দিব্যা আগরওয়াল, নিশান্ত ভাট ও রাকেশ বাপট। ওটিটিতে বিজয়ী হওয়ার মোহ ত্যাগ করে ফাইনালের দিন প্রথমেই নিজেকে প্রতিযোগিতা থেকে সরিয়ে নেন প্রতীক। এর ফলে বিগবসের যে সিজনটি টিভিতে সম্প্রচারিত হবে, সেই সিজনে সরাসরি এন্ট্রি হয়ে যায় তাঁর। একই সঙ্গে দিব্যা বিজয়ী হওয়ায় তিনিও পেয়ে যান সলমন খান সঞ্চালিত এবারের বিগবস সিজনে সরাসরি এন্ট্রি। এখানেই শেষ নয়, পুরস্কারমূল্য হিসেবে দিব্যার ঝুলিতে আসে ২৫ লক্ষ টাকাও। দ্বিতীয় হন নিশান্ত ভাট। অন্যদিকে তৃতীয় স্থানে দেখা যায় শমিতা শেট্টিকে।

বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বিগ বস ১৫ সঞ্চালনার জন্য সলমন খান নাকি ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন। নির্মাতাদের সঙ্গে তাঁর তেমনই চুক্তি হয়েছে। যদিও এ বিষয়ে সলমন নিজে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

সূত্রের খবর, সলমন খান এখনও পর্যন্ত রিয়ালিটি শোয়ের নিরিখে নাকি হায়েস্ট পেড হোস্ট। ২০২০-তে বিগ বস ১৪-এর সময়ে জানা গিয়েছিল, সিজন চার থেকে ছয় পর্যন্ত প্রতিটি পর্ব সঞ্চালনার জন্য সলমন নাকি আড়াই কোটি টাকা পারিশ্রমিক নিতেন। সপ্তম সিজনে প্রতি সপ্তাহে সলমনের পারিশ্রমিক ছিল পাঁচ কোটি টাকা। বিগ বস ১৩ সঞ্চালনার সময় নাকি প্রতি সপ্তাহে ১৩ কোটি টাকা পারিশ্রমিক নিতেন সল্লু মিঞা। আসন্ন সিজনে ১৪ সপ্তাহে যদি ৩৫০ কোটি টাকা সলমন পারিশ্রমিক নেন, সেক্ষেত্রে সপ্তাহ পিছু তাঁর পারিশ্রমিকের অঙ্ক ২৫ কোটি টাকা।

আরও পড়ুন, Dev and Rukmini Maitra: দর্শকের কাছে একটা প্রমিস করলেন দেব-রুক্মিণী, কী জানেন?