চলতি বছর মার্চ মাসে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত মনীশ শর্মা পরিচালিত অ্যাকশন প্যাকড স্পাই ফিল্ম ‘টাইগার-থ্রি’-এর প্রথম শিডিউল শুরু হয়ে গিয়েছে। সলমন-ক্যাট জুটিতে ইমরান হাশমিও যোগ দিয়েছেন—এ খবর পুরনো। ইমরান ছবিতে ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছেন। একজন আইএসআই এজেন্টের চরিত্রে দেখা যাবে তাঁকে। ভারতীয় ‘টাইগার’ অবিনাশ সিং রাঠোর অর্থাৎ সলমন খানের বিপক্ষ দাঁড়াতে চলেছেন ইমরান। ছবিতে ক্যাটরিনার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ। জোয়া (ক্যাটরিনার অভিনীত চরিত্র) অ্যাকশন-প্যাকড গল্পে একটি গুরুত্বপূর্ণ এক নয়া মোড় আনতে চলেছে।
তবে, গত কয়েকমাস ধরে যে খবরের দিকে চোখ দর্শকের তা হল ছবিটির লেখক কে? এবং তা নিয়ে সর্বত্র প্রচুর জল্পনা চলছে। একাধিক নাম, জয়দীপ সাহনি থেকে শুরু করে মনীশ শর্মার নাম প্রকাশিত হয়েছে, তবে এখন যা জানা যাচ্ছে তা হল যে ছবিটি ওয়াইআরএফের (যশ রাজ ফিল্মস) প্রধান, আদিত্য চোপড়া এবং শ্রীধর রাঘাওয়ান লিখছেন, যিনি হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত ব্লকবাস্টার, ‘ওয়ার’-এরও লেখক।
সূত্রের খবর “‘টাইগার-থ্রি’ আদিত্যর শিশু স্বরূপ, তিনি এবং শ্রীধর রাঘাওয়ান ফিল্মের তৃতীয় কিস্তির গল্প লেখার সিদ্ধান্ত নিয়েছেন। বলিউডের অন্যতম বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি হওয়ায় আদিত্য এবং শ্রীধর এই ফিল্মকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বেশ ওয়াকিবহাল। তাঁরা একাধিক আইডিয়া নিয়ে কাজ করেছেন এবং শেষ পর্যন্ত এটিকে একটি স্ক্রিন-প্লেতে রূপান্তরিত করেন। ২০১৮ সাল থেকে ‘টাইগার-থ্রি’র কনসেপ্ট নিয়ে ভাবনা চলছিল। ‘এক থা টাইগার’ এবং ‘টাইগার জিন্দা হ্যাঁয়’-এর পর তৃতীয় কিস্তি হিসেবে আসে ‘টাইগার-থ্রি’।”
স্পাই ফিল্ম হওয়ায় আদিত্য এবং শ্রীধর কেবল ছবির স্কেল বাড়িয়ে তোলার ক্ষেত্রেই স্পষ্ট ছিলেন না, বরং গল্পে প্রচুর পরিমাণে পদার্থও নিয়ে এসেছেন। গবেষণা এবং লেখায় দীর্ঘ সময় কাটানোর প্রাথমিক কারণ ছিল। “টাইগার এবং জোয়া বিশ্বের একাধিক দেশে ভ্রমণ করে। পালিয়ে বেড়াচ্ছে, এবং এ কারণে ফিল্মের বড় অংশের শুটিং ইউরোপীয় দেশগুলিতে করা দরকার। টিম শুটিংয়ের সঠিক সময়সূচি ঠিক করার আগে লকডাউন নিষেধাজ্ঞাগুলি অপসারণের অপেক্ষায় রয়েছে।” সূত্রের আরও খবর আদিত্য এবং তাঁর টিম পুরো ক্রুকে টিকা প্রদান করছে যাতে তাঁরা কাজটি পুরোদমে, আবার শুরু করতে পারে।