AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tripti Dimri Romance: রণবীর নয়, এবার কোন বিবাহিত অভিনেতার ঘনিষ্ট তৃপ্তি?

Tripti Dimri: এই ছবি গত বছরের। শেষ বছর রোম্যান্টিক কমেডি ছবিতে শুট করছিলেন তাঁরা। যে ছবি লিক হয়েছে তা এই ছবির সেট থেকেই। যেখানে এক রোম্যান্টিক দৃশ্যে দেখা যায় এই দুই স্টারকে।

Tripti Dimri Romance: রণবীর নয়, এবার কোন বিবাহিত অভিনেতার ঘনিষ্ট তৃপ্তি?
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 4:23 PM
Share

বেশ কিছুদিন দিন ধরে বলিউডে অন্যতম চর্চিত নাম হয়ে উঠেছে অভিনেত্রী তৃপ্তি দিম্রি। যাঁকে নিয়ে সর্বত্র চর্চা তুঙ্গে। কারণ একটাই, ছবি অ্যানিম্যাল। এই ছবিতে ছোট্ট একটি চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। যেখানে রণবীর কাপুরের সঙ্গে তাঁর রোম্যান্সের দৃশ্য বলিউডে ঝড় তুলেছে। ছবির মূল অভিনেত্রী রশ্মিকা মন্দানার সঙ্গে রণবীর কাপুরের রোম্যান্স চর্চিত হয়েছিল ছবি মুক্তি পাওয়ার আগে থেকে। কিন্তু ছবি মুক্তি পাওয়ার পর তা সম্পূর্ণ রূপে পাল্টে যায়। কারণ সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছিলেন তৃপ্তি দিম্রি। ছবিতে যাঁর অংশ সর্বসাকূল্যে ২০ মিনিট।

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

সেই অভিনেত্রীকে নিয়ে এখন শোরগোল নেট দুনিয়ায়। রণবীর কাপুরের প্রতি তাঁর অনুভূতি নিয়েও বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হতে দেখা যাচ্ছে। সিনেপাড়ায় যখন এই জুটি নিয়ে তর্জা তুঙ্গে, ঠিক সেই সময়ই সামনে উঠে এল নতুন নাম। অন্য এক বিবাহিত অভিনেতার সঙ্গে এবার রোম্যান্সে বুঁদ তৃপ্তি। তিনি কে জানেন? তিনি হলেন ভিকি কৌশল। অর্থাৎ ক্যাটরিনা কইফের বরের সঙ্গে এবার ঘনিষ্ট তৃপ্তি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এখন ভাইরাল।

View this post on Instagram

A post shared by Karan Johar (@karanjohar)

এই ছবি গত বছরের। শেষ বছর রোম্যান্টিক কমেডি ছবিতে শুট করছিলেন তাঁরা। যে ছবি লিক হয়েছে তা এই ছবির সেট থেকেই। যেখানে এক রোম্যান্টিক দৃশ্যে দেখা যায় এই দুই স্টারকে। ভিকির চোখে চোখ রেখে ভাইরাল এবার তৃপ্তি। নয়া সমীকরণ নিয়ে শুরু হয়েছে বলিউডে চর্চা। যদিও ছবির মু্ক্তির খবর আগেই সামনে এসেছে। তবে ভিকির সঙ্গেও বেশ নজর কাড়া তৃপ্তি। দেখা গেল খোলামেলা পোশাকে। বর্তমানে তৃপ্তি হলেন জাতীয় ক্রাশ। অধিকাংশ পুরুষই মন দিয়েছেন তাঁকে। তাই তৃপ্তি এবার নয়া জুটিতে চর্চায়। ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে চলেছে এই ছবি। ছবির নাম মেরে মেহবুব মেরে সনম। করণ জোহর চলতি বছরের জুলাই মাসেই এই ছবি নিয়ে দিয়েছিলেন সুখবর।