‘করোনা আক্রান্তদের যথেষ্ট সাহায্য করছেন না’, সমালোচনার জবাব দিলেন টুইঙ্কল
সোশ্যাল মিডিয়ায় জনৈক নাগরিক অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার সমালোচনা করেন। তাঁর মনে হয়েছে, এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য অনুদানের আবেদন ছাড়া কোনও উদ্যোগ নিচ্ছেন না দম্পতি। এরই প্রতিবাদ করেন টুইঙ্কল।
করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে গোটা দেশ। সাধ্যমতো একে অপরের পাশে থাকার চেষ্টা করছেন সকলে। পিছিয়ে নেই সেলেবরাও। কিন্তু এর মধ্যেও সমালোচনা থামছে না। কোনও কোনও ক্ষেত্রে সমালোচনার যোগ্য জবাবও দিচ্ছেন শিল্পীরা। এ বার তেমনই এক সমালোচের মুখের উপর জবাব দিলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) তথা লেখিকা টুইঙ্কল খান্না (Twinkle Khanna)।
সোশ্যাল মিডিয়ায় জনৈক নাগরিক অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার সমালোচনা করেন। তাঁর মনে হয়েছে, এই পরিস্থিতিতে করোনা আক্রান্তদের জন্য অনুদানের আবেদন ছাড়া কোনও উদ্যোগ নিচ্ছেন না দম্পতি। এরই প্রতিবাদ করেন টুইঙ্কল।
Have donated 100 concentrators toward this cause&in multiple other https://t.co/wxYyujPCtT I’ve said before,it’s not about me or you but what we can do collectively for those in need.Sad that at this point,instead of pitching in,we expend energy in pulling people down.Stay safe. https://t.co/N3qvcjayhe
— Twinkle Khanna (@mrsfunnybones) May 6, 2021
সোশ্যাল মিডিয়ায় টুইঙ্কল ওই ব্যক্তির সমালোচনার জবাবে লিখেছেন, ‘আমরা ১০০টি অক্সিজেন কনসেনট্রেটর দান করেছি। আর আমি আগেই বলেছি, এটা শুধু আমার বা আপনার বিষয় নয়। করোনা আক্রান্তদের জন্য আমরা মিলিত ভাবে কী করতে পারছি, সেটা গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় এই সময় একসঙ্গে কাজ না করে আমরা যাবতীয় এনার্জি কাউকে ছোট করার পিছনে খরচ করে ফেলছি। সাবধানে থাকুন।’
প্রসঙ্গত, ক্রিকেটার গৌতম গম্ভীরের ফাউন্ডেশন দিল্লিতে করোনা আক্রান্তদের সাহায্যার্থে কাজ করছে। গৌতম নিজে নির্বাচিত সাংসদও বটে। দিন কয়েক আগে গৌতমের ফাউন্ডেশনে এক কোটি টাকা দান করেন অক্ষয়। এত কিছুর পরেও সমালোচনা টুইঙ্কল মেনে নিতে পারেননি বলে মনে করছেন ইন্ডাস্ট্রির বড় অংশ।
আরও পড়ুন, দুঃস্থদের জন্য হাসপাতাল তৈরি করছেন গায়িকা পলক মুছল