বিহঙ্গী বিশ্বাস
Dec 07, 2020 | 2:52 PM
জন্মই হয়েছে ফিল্মি পরিবারে। মা শ্বেতা বচ্চন, বচ্চন পরিবারের মেয়ে। বাবা নিখিল নন্দার শরীরে বইছে কপূর পরিবারের রক্ত। নব্যা নভেলি নন্দা। নেটদুনিয়ার হট সেনসেশন। স্টার কিড থেকে স্টার হওয়ার জার্নি যার প্রায় নাগালে।
গতকাল অর্থাৎ রবিবার ছিল তাঁর জন্মদিন। ২৩ বছর পূর্ণ হল তাঁর। এই ২৩ বছরেই নব্যার জীবন হট অ্যান্ড হ্যাপেনিং। পার্টি করতে ভালবাসেন, ভালবাসেন ঘুরতেও।
তাঁর বিকিনি পরা ছবি নেটদুনিয়ায় বাড়িয়েছে পারদের মাত্রা। তবে এই অল্প বয়সে বিতর্কও নেহাতই কম নেই তাঁকে ঘিরে। সেগুলি কী? দেখে নেওয়া যাক...
বছর কয়েক আগে হঠাৎই ইন্টারনেটে এক তরুণ-তরুণীর ঘনিষ্ঠ ভিডিয়ো ফাঁস হয়ে যায়। ভাইরাল হয়ে যায় বিভিন্ন পর্নসাইটে।
তবে অবাক কান্ড, ভাইরাল হওয়া ভিডিয়োর ছেলে মেয়েদের দেখতে ছিল অবিকল শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান এবং অমিতাভ-জয়ার নাতনি নব্যার মতো।
সে সময় ওই ভিডিয়ো নাড়িয়ে দিয়েছিল ফিল্মি দুনিয়াকে। যদিও দুই পরিবারের দাবি ছিল ভিডিয়োটি ফেক। সেলিব্রিটিদের মুখ বসিয়ে নোংরা ভিডিয়ো বানানোর ঘটনা বলিপাড়ার নতুন কিসসা নয়।
জয়া বচ্চন একবার বলেছিলেন, নব্যা সবসময় নিজের মতামত প্রকাশ করতে ভালবাসেন। তিনি স্বাধীনচেতা তবে উদ্ধত নন। ভালবাসেন র্যাপ মিউজিক শুনতে। দাদু অমিতাভের খুবই কাছের তিনি। হাজার হোক, পরিবারের বড় মেয়ে বলে কথা।
নব্যা পিয়ানো বাজাতে ভালবাসেন। ভালবাসেন চুটিয়ে পার্টি করতেও। এই কিছু দিন আগে তাইল্যান্ড থেকেও ঘুরে এসেছেন তিনি। পোশাক নিয়ে বিশেষ ছুঁৎমার্গ নেই তাঁর। ভালবাসেন ডিজাইনার পোশাক।
তবে বিকিনিতেও একই ভাবে সাবলীল তিনি। কিছু দিন আগেই ইনস্টাগ্রামে বিকিনি পরে ছবি শেয়ার করে ট্রোলড হতে হয়েছিল তাঁকে। নেটিজেনদের একাংশ তাঁর দাদু-দিদার পরিচয় এবং পরিবারের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
নব্যা যদিও সে সব সমালোচনাকে বিশেষ পাত্তা দেননি। নিজের মুখেই স্বীকার করেছিলেন মানসিক অবসাদের কথা। জানিয়েছিলেন প্যানিক অ্যাটাকের কথা।
মা অভিনয় জগতে আসেননি। তবে নব্যার নাকি ইচ্ছে রয়েছে গ্ল্যামার জগতে পা রাখার। সত্যি কি তাই? তা যদিও বলবে সময়।