
বেশ কিছুদিন ধরে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের সম্পর্কের জল্পনা তুঙ্গে। মাঝে মধ্যেই খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছে তাঁদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। যদিও এই প্রসঙ্গে বচ্চন পরিবারের কোনও মাথাব্যথাই নেই। কারণ বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে পার্টিতে তাঁদের একসঙ্গেই দেখা যাচ্ছে মাঝে মধ্যে। যেখানে ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে একসঙ্গে গাড়িতে উঠতেও দেখা যাচ্ছে, কাছাকাছি এসে কথা বলতেও দেখা যাচ্ছে। তবে তাতে লাভের লাভ কিছুই নেই। কারণ ঘনিষ্ঠ সূত্রে খবর ছড়িয়ে যে তাঁরা নাকি তাঁদের সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করছেন কেবল মাত্র মেয়ের কথা মাথায় রেখেই। বচ্চন পরিবার বরাবারই পারিবারিক বিষয় গোপনিয়তা বজায় রাখার চেষ্টা করে।
কিন্তু এবার যেন কিছুতেই চেপে রাখা যাচ্ছে না ভাঙনের খবর। এরই মাঝে ঘটে গেল আরেক কাণ্ড। এক কথায় বিরল দৃশ্য বললে খুব ভুল হবে না। ঐশ্বর্যের জীবনে যে যে পুরুষ এসেছিলেন, সকলের সঙ্গেই ঐশ্বর্যের প্রাক্তন প্রেমিক সলমন খানের সম্পর্ক কেমন তা সকলেই জানেন। যার ফলে অভিষেক বচ্চনও কোনওদিন ছিলেন না সলমন খানের সু-নজরে। ফলে তাঁদের প্রকাশ্যে খুব একটা কাছাকাছি আসতেও দেখা যায়নি। যেখানে তাঁদের মধ্যে সম্পর্কের সমীকরণ কেমন, তা খুব একটা স্পষ্ট ছিল না অনেকের কাছেই।
তবে একবার এক সাক্ষাৎকারে এই মর্মে মুখ খুলেছিলেন সলমন খান। জানিয়েছিলেন, তাঁর অভিষেক বচ্চনের ওপর কোনওদিন কোনও রাগ ছিল না। এবার দেখা গেল সেই ছবি। সম্প্রতি এক এভেন্টে সিনিয়র বচ্চন ও জুনিয়ার বচ্চন দুজনকেই উপস্থিত থাকতে দেখা গেল। সেখানেই সলমন খান হাজির হতেই চোখ পড়ল অভিষেকের চোখে। মুহূর্তে অভিষেক গিয়ে সলমন খানকে জড়িয়ে ধরলেন। নেটদুনিয়ায় এই ভিডিয়ো এখন ভাইরাল।