Katrina-Salman Relation: রণবীরের সঙ্গে একান্তে ক্যাটরিনা, বিকিনি ছবি ভাইরাল হতেই যা বললেন সলমন
Relationship: দীর্ঘদিন ধরে কাটরিনা সঙ্গে সম্পর্কে থেকে তাঁর মন ভেঙেছিলেন রণবীর কাপুর। তবে তারপর আর ফিরে তাকানি ক্যাটরিনা। ভিকি কৌশল কেই শেষমেষ মন দিয়ে বসেন তিনি।

সলমন খানের সঙ্গে একটা সময় ক্যাটরিনা কাইফের নাম জড়িয়ে রীতিমতো চর্চা জায়গা করে নিয়েছিল বলিউডের পাড়ায় পাড়ায়। তাঁরা নাকি সম্পর্কে রয়েছেন এমনটাই শোনা যেত নিত্যদিন। অর্পিতা খানের বন্ধু ছিল নাকি ক্যাটরিনা কাইফ। সলমন খানের জন্মদিনে তাঁকে নিমন্ত্রণ করতেই আলাপ হয় ভাইজান ও ক্যাটের। সেখান থেকেই শুরু সাক্ষাৎ, শুরু বন্ধুত্ব। এরপর তাঁকে তৈরি করে বলিউডে নামানোর সিদ্ধান্ত নিয়েছিলেন খোদ সলমন খান। একে একে বহু ছবি করে সকলে নজরে কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন ক্যাটরিনা। একটা সময় পর সকলেই মানতে শুরু করেছিলেন ক্যাটরিনা কাইফের সঙ্গেই এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন সালমান খান।
কিন্তু তেমনটা ঘটে না বাস্তবে। কিছুদিনের মধ্যেই ক্যাটরিনা কইফের মনে জায়গা করে নিয়েছিলেন রণবীর কাপুর। সম্পর্ক গোপনেই রাখতে চেয়েছিলেন ক্যাটরিনা ও রণবীর। যদিও তেমনটা হয়নি। কিছুদিনের মধ্যেই ফাঁস হয়ে গিয়েছিল তাঁর ও রণবীরের একান্তে ভ্রমণের ছবি। যেখানে বিকিনি পরা অবস্থায় দেখা যায় ক্যাটরিনাকে সমুদ্র সৈকতে রণবীর কাপুরের সঙ্গে ঘুরছেন তিনি। এই ছবি লিক হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় তরজা। প্রশ্ন চলে যায় সলমন খানের দরজা পর্যন্ত।
সলমন খানকে এ বিষয়ে প্রশ্ন করতে পিছুপা হননি পাপরাজিতরা। তবে সালমান খান এ বিষয়ে মুখে কুলুপ না এটি স্পষ্ট বলে দিয়েছিলেন, এ ছবি ক্যাটরিনা কাইফের নয়। ছবিতে থাকা পুরুষটি রণবীর কাপুর হতেই পারেন, তবে মেয়েটি ক্যাটরিনা নন। যদিও সলমন খান যে সত্যি কথা বলেননি তার প্রমাণ হাতে গরম সকলের কাছেই ছিল। এর কিছুদিনের মধ্যেই সামনে চলে আসে, এই জুটির মধ্যে বিচ্ছেদের খবর । দীর্ঘদিন ধরে কাটরিনা সঙ্গে সম্পর্কে থেকে তাঁর মন ভেঙেছিলেন রণবীর কাপুর। তবে তারপর আর ফিরে তাকানি ক্যাটরিনা। ভিকি কৌশল কেই শেষমেষ মন দিয়ে বসেন তিনি।
