Shah Rukh Khan’s World: লক্ষ্মী-গণেশের পাশেই কোরান, মন্নত-এর অন্দরমহলে এ এক অন্য শাহরুখ

Gossip: তখন মন্নত এই বিভাজনের শিকার হয়নি। ছোট্ট পরিবার। আব্রাহমের জন্ম হয়নি তখন। ফলে সুহানা খান ও আরিয়ান খান ছিলেন সেদিন শাহরুখ খানের সঙ্গে।

Shah Rukh Khan's World: লক্ষ্মী-গণেশের পাশেই কোরান, মন্নত-এর অন্দরমহলে এ এক অন্য শাহরুখ
Follow Us:
| Edited By: | Updated on: Sep 06, 2023 | 7:31 PM

শাহরুখ খান, যাঁর জনপ্রিয়তা গোটা বিশ্বে। কেবল ভাল অভিনয়ের জন্য নয়, তাঁর ব্যক্তিত্বের জন্যও দর্শক তাঁকে বার বার মন দিয়েছেন। যে ন্যায়-নীতি মেনে শাহরুখ খান চলেন, তা এক কথায় অনেকের কাছেই আদর্শক। নাহ, লোক দেখানো পাববিশিটি নয়, কিংবা চিত্রনাট্যের সাজানো সংলাপ নয়। শাহরুখ খান মন্নত-এর ভিতরে এক অন্যস্বাদের জগত তৈরি করেছেন। যেখানে জাতপাতের ঘেরাটোপে মানুষকে আটকে রাখা নয়। সকলের বিশ্বাস, ভক্তিকে শ্রদ্ধা করা চলে। শাহরুখ খান একবার এই মর্মেই জানিয়েছিলেন, তাঁর পরিবারে তিনি মুসলমান, তাঁর স্ত্রী হিন্দু ও তাঁর সন্তানেরা ভারতীয়। ২০০৪ সালে শাহরুখ খানের বাড়ির অন্দরমহল নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করা হয়েছিল। যেখানে শাহরুখ খান অনেকটা সময় কাটিয়েছিলেন ক্যামেরার সামনে। গোটা বাড়ি ঘুরিয়ে দেখিয়েছিলেন।

তখন মন্নত এই বিভাজনের শিকার হয়নি। ছোট্ট পরিবার। আব্রাহমের জন্ম হয়নি তখন। ফলে সুহানা খান ও আরিয়ান খান ছিলেন সেদিন শাহরুখ খানের সঙ্গে। সেই তথ্যচিত্রেই দেখা যায় শাহরুখের বাড়িতে পুজো হচ্ছে। পুরোহিত এসেছেন। এমন সময় হঠাৎ শাহরুখ খান পুরোহিতকে বলেন, আরিয়ান গায়েত্রী মন্ত্র জানে। শাহরুখ খানের বাড়ির ছোট্ট মন্দিরে অর্থাৎ প্রার্থনা স্থলে যেমন হিন্দু দেবদেবী রয়েছেন, তেমনই রাখা রয়েছে কোরান। এই মর্মে শাহরুখ খান বলেছিলেন, ”সন্তানদের ঈশ্বরের মর্ম বুঝতে হবে। সে হিন্দুই হোক বা মুসলমান। লক্ষ্মী গণেশের পাশে কোরানও রাখা রয়েছে। আমরা সকলেই হাত জোড় করে গায়েত্রী মন্ত্র পাঠ করি। গায়েত্রী মন্ত্র আমার ছেলে পাঠ করে, আমি বলি বিসমিল্লাহ।” একবার গণেশ পুজোয় কপালে তিলক পরে রীতিমতো ধর্মীয় কটাক্ষেক শিকার হয়েছিলেন শাহরুখ খান। যদিও তখনও তিনি একই কথা বলেছিলেন। গৌরীর জন্য বাড়িতে হিন্দু দেব-দেবীর পুজো করা হয়। তার মানে এই নয় যে তিনি কোরানকে সম্মান করেন না।