Sridevi: শ্রীদেবীর সম্পত্তির ভাগ চেয়ে বনি কাপুরকে চাপ! বিপাকে পড়ে ছুটলেন আদালতে

Boney Kapoor Moves Madras HC: জানা গিয়েছে, ১৯৯৮ সালে এমসি সম্বন্ধ মুদালিয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ফার্ম হাউজ কিনেছিলেন শ্রীদেবী। এই ব্যক্তির তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে। ১৯৬০ সালের এক এগ্রিমেন্ট অনুযায়ী, এই ব্যক্তির পরিবারের সবাই এই ফার্ম হাউজের সম্পত্তির ভাগ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন, তাঁদের ইচ্ছেতেই।

Sridevi: শ্রীদেবীর সম্পত্তির ভাগ চেয়ে বনি কাপুরকে চাপ! বিপাকে পড়ে ছুটলেন আদালতে

|

Aug 26, 2025 | 5:09 PM

দেখুন কাণ্ড! হঠাৎ করেই উড়ে এসে জুড়ে বসল তিনজন। বলে কিনা, শ্রীদেবীর সম্পত্তির ভাগ চাই! আর শুধুই কি আবদার, শ্রীদেবীর স্বামী, প্রযোজক বনি কাপুরকে রীতিমতো মানসিক চাপ, সঙ্গে হুমকি। সম্পত্তির ভাগ না দিলে নাকি বিপদে পড়বে শ্রীদেবীর পরিবার! হ্য়াঁ, এমনই ঘটল বনি কাপুরের সঙ্গে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বলিউডের সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মাদ্রাজ হাই কোর্টে সম্প্রতি একটি মামলা দায়ের করেছেন বনি কাপুর। এই মামলা অনুযায়ী, দক্ষিণের এক পরিবারের ৩ ব্যক্তি শ্রীদেবীর সম্পত্তির ভাগ চেয়েছেন।

জানা গিয়েছে, ১৯৯৮ সালে এমসি সম্বন্ধ মুদালিয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে একটি ফার্ম হাউজ কিনেছিলেন শ্রীদেবী। এই ব্যক্তির তিন ছেলে এবং দুই মেয়ে রয়েছে। ১৯৬০ সালের এক এগ্রিমেন্ট অনুযায়ী, এই ব্যক্তির পরিবারের সবাই এই ফার্ম হাউজের সম্পত্তির ভাগ থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলেন, তাঁদের ইচ্ছেতেই। আর সেই কারণেই শ্রীদেবী এই বাড়িটি কেনেন। কিন্তু বনি কাপুর আদালতে জানিয়েছেন, এই ব্যক্তির দ্বিতীয় স্ত্রী এবং আরও দুই ব্যক্তি এত বছর পর এই সম্পত্তি ভাগ চেয়ে বনি কাপুরকে মানসিক চাপ দিচ্ছে। সেই কারণেই আদালতে ছুটেছেন বনি।

শ্রীদেবীর এই ফার্ম হাউজটি রয়েছে চেন্নাইয়ের ইস্ট-কোস্ট রোডে। এই এলাকাটি এমনিতেই খুব অভিজাত এলাকা।