রাহার জন্য কেরিয়ারে ‘ব্রেক’! নতুন বছরে কী বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া?

এক সময় বছরে তিনটি বা তার বেশি ছবিতে কাজ করা আলিয়ার কাছে জলভাত ছিল। কিন্তু এখন অগ্রাধিকারের তালিকায় সবার উপরে তাঁর তিন বছরের কন্যা রাহা। সম্প্রতি আলিয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি এখন আর কাজের চাপে ডুবে থাকতে চান না। আলিয়ার কথায়, “আগে বছরে তিনটে ছবি করাটাই স্বাভাবিক লাগত।

রাহার জন্য কেরিয়ারে ‘ব্রেক’! নতুন বছরে কী বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া?

|

Jan 01, 2026 | 2:25 PM

গ্ল্যামার দুনিয়ার ইঁদুরদৌড় থেকে কি তবে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নিচ্ছেন আলিয়া ভাট? ২০২২ সালে মা হওয়ার পর যে ক্ষিপ্রতায় তিনি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র সেটে ফিরেছিলেন, তিন বছর পর সেই গতিতে কিছুটা লাগাম টানতে চাইছেন অভিনেত্রী। মেয়ে রাহার শৈশবকে আরও নিবিড়ভাবে উপভোগ করতেই আলিয়ার এই বড় সিদ্ধান্ত।

এক সময় বছরে তিনটি বা তার বেশি ছবিতে কাজ করা আলিয়ার কাছে জলভাত ছিল। কিন্তু এখন অগ্রাধিকারের তালিকায় সবার উপরে তাঁর তিন বছরের কন্যা রাহা। সম্প্রতি আলিয়া এক সাক্ষাৎকারে জানান, তিনি এখন আর কাজের চাপে ডুবে থাকতে চান না। আলিয়ার কথায়, “আগে বছরে তিনটে ছবি করাটাই স্বাভাবিক লাগত। কিন্তু মা হওয়ার পর জীবনের ছন্দ বদলেছে। এখন আমি বছরে মাত্র একটি ছবিতেই সই করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি মনে করেন, কেরিয়ারের এই পর্যায়ে এসে সংখ্যাতত্ত্বের চেয়ে গুণমান এবং পরিবারকে সময় দেওয়া অনেক বেশি জরুরি।

কাজের পরিমাণ কমালেও আলিয়ার হাতে থাকা প্রজেক্টগুলো নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। বর্তমানে তাঁর ঝুলিতে রয়েছে দুটি হাই-প্রোফাইল ছবি:

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবিতে আলিয়াকে দেখা যাবে দুর্ধর্ষ অ্যাকশন অবতারে। তাঁর সঙ্গে রয়েছেন শর্বরী ওয়াঘ এবং ববি দেওল। এই ছবির জন্য কঠিন শারীরিক কসরতও করেছেন তিনি।

সঞ্জয় লীলা বনশালির এই মেগা প্রজেক্টে দীর্ঘ বিরতির পর স্বামী রণবীর কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন আলিয়া। সঙ্গে থাকছেন ভিকি কৌশলও।

প্রাথমিকভাবে শোনা গিয়েছিল ২০২৬ সালে মুক্তি পাবে ‘লভ অ্যান্ড ওয়ার’। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, বনশালির এই পিরিয়ড ড্রামার কাজ আরও নিখুঁত করতে মুক্তির দিনক্ষণ কিছুটা পিছিয়ে যেতে পারে।

কেরিয়ারের মধ্যগগনে থাকা একজন প্রথম সারির অভিনেত্রীর এমন পারিবারিক সিদ্ধান্ত বলিউডে ইতিবাচক বার্তা দিচ্ছে। আলিয়ার এই ‘স্লো লাইফ’ দর্শন তাঁর অভিনয়ে নতুন কোনো মাত্রা যোগ করে কি না, এখন সেটাই দেখার।