রণবীরের সিংয়ের বিরুদ্ধে FIR! নতুন কোন বিতর্কে জড়ালেন ‘ধুরন্দর’ নায়ক?
গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-র সমাপনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রণবীর সিং। অভিযোগ অনুযায়ী, ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর অভিনেতা ঋষভ শেঠির উপস্থিতিতেই রণবীর অত্যন্ত কুরুচিকরভাবে ‘পাঞ্জুরলি’ বা ‘গুলিকা দৈব’-এর দৈব অভিব্যক্তিগুলি নকল করতে থাকেন।

ফের আইনি বিপাকে বলিউড অভিনেতা রণবীর সিং। কর্ণাটকের উপকূলীয় অঞ্চলের অত্যন্ত পবিত্র এবং প্রাচীন ‘চাউন্দি দৈব’ (Chavundi Daiva) ঐতিহ্যকে উপহাস এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে অভিনেতার বিরুদ্ধে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস থানায় মামলা রুজু করা হয়েছে। আদালতের নির্দেশে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় এই এফআইআর দায়ের হয়েছে।
অভিযোগটি গত ২৮ নভেম্বর, ২০২৫-এর একটি ঘটনাকে কেন্দ্র করে। গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI)-র সমাপনী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন রণবীর সিং। অভিযোগ অনুযায়ী, ‘কান্তারা: চ্যাপ্টার ১’-এর অভিনেতা ঋষভ শেঠির উপস্থিতিতেই রণবীর অত্যন্ত কুরুচিকরভাবে ‘পাঞ্জুরলি’ বা ‘গুলিকা দৈব’-এর দৈব অভিব্যক্তিগুলি নকল করতে থাকেন। শুধু তাই নয়, ভক্তদের আরাধ্য ‘চাউন্দি দৈব’-কে তিনি এক ‘নারী ভূত’ (female ghost) হিসেবে অভিহিত করেন। অভিযোগপত্রে বলা হয়েছে, ঋষভ শেঠি স্বয়ং রণবীরকে এ ধরণের কাজ করতে বারণ করা সত্ত্বেও তিনি তা থামাননি।
বেঙ্গালুরুর আইনজীবী প্রশান্ত মেথাল এই ব্যক্তিগত অভিযোগটি দায়ের করেছেন। তিনি জানান, চাউন্দি দৈব তাঁর পারিবারিক দেবতা এবং উপকূলীয় কর্ণাটকের ‘ভূত কোলা’ রীতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর দাবি, রণবীর সিং ইচ্ছাকৃতভাবে এবং বিদ্বেষমূলকভাবে হিন্দু ধর্মবিশ্বাসকে অপমান করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছেন। মেথাল বলেন, “চাউন্দি দৈবকে ভূত বলা অত্যন্ত আপত্তিকর। তিনি হলেন ন্যায় এবং সুরক্ষার প্রতীক এক দৈব নারী শক্তি।”
গত ২৭ ডিসেম্বর আদালতের দ্বারস্থ হয়েছিলেন ওই আইনজীবী। গত ২৩ জানুয়ারি আদালত বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশকে রণবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১৯৬, ২৯৯ এবং ৩০২ ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আগামী ৮ এপ্রিল বেঙ্গালুরুর ফার্স্ট অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (CMM) আদালতে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।
গত বছর ‘কান্তারা’ ছবির পর থেকেই দক্ষিণ ভারতের এই দৈব ঐতিহ্য দেশজুড়ে পরিচিতি লাভ করে। কর্ণাটকের মানুষের কাছে অত্যন্ত আবেগপ্রবণ এই বিষয়টি নিয়ে রণবীরের এ হেন ‘মজাক’ এখন বি-টাউনের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
