
স্বপ্ন ছিল সুখের সংসারের। ভেবেছিলেন প্রেম পরিণতি পেয়ে, শুরু হবে জীবনের নতুন রঙিন অধ্যায়। আর সেই কারণেই বলিউডের একের পর এক বড় অফার ছেড়ে বিদেশি স্বামীর হাত ধরে সাত সমুদ্র পার পাড়ি দিয়েছিলেন। যে নায়িকা এক সময় মিস ইন্ডিয়া হয়ে নজর কেড়েছিলেন, বলিউডের পর্দায় রূপের আগুন ঝরিয়ে ছিলেন, তাঁর জীবনেই এখন নেমে এসেছে আঁধার। বিদেশের মাটিতে সুখের সংসারে স্বপ্ন ভেঙেছে। যে স্বামীর চোখে একসময় প্রেমের ঝলক দেখেছিলেন, সেই স্বামীর চোখের দিকে তাকালে এখন শুধুই ভয় আর ভয়! তবে শেষমেশ ভয় কাটিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। স্বামীর বিরুদ্ধে এনেছেন বিস্ফোরক অভিযোগ। হ্য়াঁ, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী গার্হস্থ্য হিংসার শিকার! স্বামীর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন বলিউড সুন্দরী সেলিনা জেটলি। স্বামী পিটার হ্যাগের বিরুদ্ধে মুম্বই আদালতে মামলা ঠুকলেন সেলিনা। মুম্বই আদালতের তরফ থেকে নোটিস পাঠানো হয়েছে সেলিনার স্বামী পিটারকে। স্বামীর বিরুদ্ধে সেলিনা অভিযোগ করে জানিয়েছেন, বহুদিন ধরে স্বামীর হাতে অত্য়াচারের শিকার হয়েছেন। অভিযোগের পক্ষে তিনি উপযুক্ত প্রমাণও দিয়েছেন আদালতে।
২০১১ সালে অস্ট্রিয়ার ব্যবসায়ী পিটার হ্যাগকে বিয়ে করেন সেলিনা। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই ২০১২ সালের মার্চ মাসে যমজ পুত্র সন্তানের মা হন সেলিনা। ২০১৭ সালে ফের যমজ পুত্র সন্তান হয় তাঁর। তবে বিরল রোগের কারণে, এক সন্তানকে হারান সেলিনা। সেই সময় সেলিনার জীবন দিয়ে ঝড় বয়ে গিয়েছিল। তবে নিজেকে সামলে নিয়ে ছিলেন সেলিনা। কিন্তু ততদিনে স্বামীর অত্য়াচার সীমা ছাড়ায়। আদালতে জমা দেওয়া অভিযোগ পত্রে সেলিনা জানিয়েছেন, বিয়ের পর ইতালিতে হানিমুনে যান সেলিনা ও পিটার। মধুচন্দ্রিমাতেই পিরিয়াড শুরু হয় তাঁর। প্রচণ্ড ব্য়থায় ভুগছিলেন তিনি। কিন্ত স্বামী পিটার, তা নিয়ে একেবারেই চিন্তিত ছিলেন না। বরং সেই অবস্থাতেই জোর করে সঙ্গম করেন। এমনকী, জোর করে পায়ুপথে যৌনসঙ্গম করতেও বাধ্য করেন সেলিনাকে। সেলিনা জানিয়েছেন, জোর করে সঙ্গমের পর অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। তাতেও নাকি কোনও ভ্রুক্ষেপ ছিল না স্বামী পিটারের। উল্টে অত্য়াচার আরও বাড়ে। শুধু তাই নয়, সেলিনার অভিযোগ, বন্ধুদের সঙ্গে রাত কাটানোর জন্যও নাকি পিটার জোর করতেন তাঁকে। এমনকী, অভিনেত্রীর নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করে মুখ বন্ধ রাখার হুমকিও দিচ্ছিলেন দিনের পর দিন।
কয়েকদিন আগে অস্ট্রিয়া থেকে ভারতে ফিরে এসেছেন সেলিনা। রয়েছেন মুম্বইয়ে। জানা গিয়েছে, ডিভোর্স এবং খোরপোশ হিসেবে ৫০ কোটি টাকা দাবি করেছেন সেলিনা। ১২ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি হিসাবে ধার্য করা হয়েছে। শোনা যাচ্ছে, স্বামী পিটারও নাকি বিচ্ছেদের পথে হাঁটছেন।