
সামনেই পুজো। এই পুজোয় চারটি বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। ‘রঘু ডাকাত’, ‘যত কাণ্ড কলকাতায়’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরাণী’। বাংলার মানুষ যেমন পুজোর কেনাকাটা নিয়ে চরম ব্যস্ত, কুমোরটুলিতে যে ব্যস্ততার ছবি ধরা পড়ে, ঠিক একই রকম ব্যস্ততা রয়েছে টলিপাড়াতেও। ছবি তৈরি সম্পূর্ণ, এবার সেই ছবির কথা দর্শকদের কাছে পৌঁছে দিতে চলছে কোমড় বেঁধে প্রচার পর্ব।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে প্রচারের ধরন। ‘খাদান’ ছবির প্রচার করতে বড় বাস নিয়ে বেঙ্গল ট্যুর করেছিলেন মেগাস্টার দেব। ‘খাদান’ সুপারহিট হয়েছে। পরিচালক থেকে প্রযোজক অভিনেতাদের মুখে চওড়া হাসিও দেখা গিয়েছে। আবার পুজোর বক্স অফিস লড়াইতেও আছেন দেব। এবার ‘রঘু ডাকাত’ ছবি নিয়েও শুরু হয়েছে বেঙ্গল ট্যুর।
পশ্চিমবঙ্গের উত্তর থেকে প্রচারে ব্যস্ত ছবির গোটা টিম। তবে পিছিয়ে নেই অন্য ছবির কলাকুশলীরা। তাঁরাও ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছে বেঙ্গল ট্যুরে। হাটে বাজারে দর্শকদের মধ্যে চলে যাচ্ছেন নিজের ছবির প্রচার নিয়ে। তবে বাংলা ছবিতে হঠাৎ এই ট্রেন্ড কেন? সহজে সাধারণ মানুষের মধ্যে ছবির প্রচার করতে চাইছেন বাংলার তারকারা।
‘রঘু ডাকাত ‘ ছবির প্রচারের ফাঁকেই অভিনেতা প্রযোজক দেব সমাজ মাধ্যমে জানালেন, তিনি যখন ‘খাদান’ ছবির জন্য বড় বাসে কলাকুশলীদের নিয়ে বেঙ্গল ট্যুর করছিলেন, অনেকেই তাঁকে ‘পাগল’ বলেছিলেন। দেবের কথায়, “আমি যখন খাদান নিয়ে বেঙ্গল ট্যুর করি, অনেকেই আমায় ‘পাগল’ বলেছিল, অনেকেই বলেছিলেন দেব এই বাস নিয়ে জেলায় জেলায় কেন ঘুরছে? ছবি মুক্তির পর ছবির ব্যবসা কেমন হয়েছিল, সেটা সবাই জানে। আমি খুশি এখন আমার সঙ্গে সঙ্গে বাংলা ইন্ডাস্ট্রির সবাই এখন তাঁদের ছবি নিয়ে বেঙ্গল ট্যুর করছে। এখন এটা ট্রেন্ড হয়ে গিয়েছে।”
গত বছর ‘খাদান’ ছবির বেঙ্গল ট্যুর দিয়ে এই নতুন ট্রেন্ড শুরু হয়ে। এখন প্রায় প্রতিটি ছবি তাঁদের কলাকুশলীদের জেলায় জেলায় প্রচারে ব্যস্ত। ‘রক্তবীজ ২’ এর কলাকুশলী থেকে ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠপুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ‘দেবী চৌধুরাণী’কে সঙ্গে নিয়ে জেলায় পৌঁছে যাচ্ছেন। অন্যদিকে অবশ্য বিতর্কের মাঝে ছবির প্রধান মুখ আবীর চট্টোপাধ্যায়কে না পেয়ে নিজের স্ট্র্যাটিজি বদলেছেন পরিচালক অনিক দত্ত। কলেজের ছাত্রছাত্রীদের ক্যুইজ খেলিয়ে তাঁদের সঙ্গে নিয়ে নিজেদের ছবি ‘যতকাণ্ড কলকাতা’র ট্রেলার লঞ্চ করলেন। তবে ছবি প্রচারের ট্রেন্ড এখন বেঙ্গল ট্যুর।
কিছুদিন আগেই ভক্তদের নিয়ে তাঁদের সামনে ‘ধূমকেতু’ ছবির ট্রেলার লঞ্চ করেছেন দেব-শুভশ্রী (গঙ্গোপাধ্যায়) জুটি। এবার খবর ‘রঘু ডাকাত’ ছবির ট্রেলার লঞ্চ করা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ভাড়া করে। এখানেই শেষ নয়, এই ট্রেলার লঞ্চ দেখতে হলে ভক্তদের টাকা খরচ করে কাটতে হবে টিকিট। যদিও দেব ও শ্রীকান্ত মোহতাদের উদ্দেশ্য এই টিকিট বিক্রির টাকা তাঁরা তুলে দেবেন ফেডারেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। বেঙ্গল ট্যুর-এর পর ট্রেলার লঞ্চের অভিনব উদ্যোগ কি ট্রেন্ডে পরিনত হবে? উত্তর সময় দেবে। তবে সব মিলিয়ে বাংলা ছবির প্রচার কৌশল যে বদলাচ্ছে, তা একপ্রকার স্পষ্ট।