নোলানের ‘টেনেট’ এ বার হিন্দিতেও, কোথায় দেখা যাবে?

Apr 01, 2021 | 6:06 PM

ছবিটির একটি বিশেষত্ব রয়েছে। ছবির একটা বড় অংশের শুট হয়েছে মুম্বইতে। ছবিতে রয়েছেন ডিম্পল কাপাডিয়াও। তাহলে কী ভাবছেন? অ্যামাজন প্রাইমেই দেখে ফেলবেন ওই হলিউড ছবিটি?

Follow Us

প্যান্ডেমিকের পর যখন সিনেমা হল খুলেছিল গত বছর,  জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলেনের ‘টেনেট’-এর উপর ভরসা রেখেই শুরু হয়েছিল বক্সঅফিসের খেল। ওই হলিউড ছবি জনপ্রিয় হয়েছিল গোটা বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনে অগস্ট এবং সেপ্টেম্বরে ওই ছবি মুক্তি পেলেও ভারতে মুক্তি পায় ২০২০-র ডিসেম্বরে। এ দেশেও ওই ছবির বক্সঅফিস ব্যবসা খারাপ হয়নি।

একে সাইন্স ফিকশন থ্রিলার, অন্যদিকে নোলানের ছবি, অভিনয়ও করেছেন রবার্ট প্যাটিনসন, ডেভিড ওয়াশিংটনের মতো অভিনেতারাও- স্বাভাবিক ভাবেই ক্রেজ ছিল বেশ অনেকটাই। সে সময় সংক্রমণের ভয়ে যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেননি তাঁদের জন্য সুখবর। ‘টেনেট’ এ বার আপনার ড্রয়িংরুমে। এ বার থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতেই দেখা যাবে ছবিটি। তাও শুধুমাত্র ইংরেজিতেই নয়। দেখা যাবে হিন্দি , তামিল এবং তেলুগু ভাষাতেও।

ছবিটির একটি বিশেষত্ব রয়েছে। ছবির একটা বড় অংশের শুট হয়েছে মুম্বইতে। ছবিতে রয়েছেন ডিম্পল কাপাডিয়াও। তাহলে কী ভাবছেন? অ্যামাজন প্রাইমেই দেখে ফেলবেন ওই হলিউড ছবিটি?

 

প্যান্ডেমিকের পর যখন সিনেমা হল খুলেছিল গত বছর,  জনপ্রিয় পরিচালক ক্রিস্টোফার নোলেনের ‘টেনেট’-এর উপর ভরসা রেখেই শুরু হয়েছিল বক্সঅফিসের খেল। ওই হলিউড ছবি জনপ্রিয় হয়েছিল গোটা বিশ্বে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনে অগস্ট এবং সেপ্টেম্বরে ওই ছবি মুক্তি পেলেও ভারতে মুক্তি পায় ২০২০-র ডিসেম্বরে। এ দেশেও ওই ছবির বক্সঅফিস ব্যবসা খারাপ হয়নি।

একে সাইন্স ফিকশন থ্রিলার, অন্যদিকে নোলানের ছবি, অভিনয়ও করেছেন রবার্ট প্যাটিনসন, ডেভিড ওয়াশিংটনের মতো অভিনেতারাও- স্বাভাবিক ভাবেই ক্রেজ ছিল বেশ অনেকটাই। সে সময় সংক্রমণের ভয়ে যারা প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেননি তাঁদের জন্য সুখবর। ‘টেনেট’ এ বার আপনার ড্রয়িংরুমে। এ বার থেকে অ্যামাজন প্রাইম ভিডিয়োতেই দেখা যাবে ছবিটি। তাও শুধুমাত্র ইংরেজিতেই নয়। দেখা যাবে হিন্দি , তামিল এবং তেলুগু ভাষাতেও।

ছবিটির একটি বিশেষত্ব রয়েছে। ছবির একটা বড় অংশের শুট হয়েছে মুম্বইতে। ছবিতে রয়েছেন ডিম্পল কাপাডিয়াও। তাহলে কী ভাবছেন? অ্যামাজন প্রাইমেই দেখে ফেলবেন ওই হলিউড ছবিটি?

 

Next Article