
প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় তাঁর নিজের বাড়িতেই প্রয়াত হন অভিনেত্রী। বয়স হয়েছিল ৮৮। টলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখলেন, ”প্রবীণ টেলিভিশন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে আমাদের শিল্প ও বিনোদনের জগতে এক অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানাই।”
১০ মাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। লড়ছিলেন মারণরোগ ক্যানসারের সঙ্গে। এছাড়াও বিকল হয়েছিল তাঁর কিডনি। তবে সেই সময় সুস্থ হয়ে বাড়িতে ফেরেন। স্টার জলসার ‘গীতা এল এল বি’ সিরিয়ালের শুটিংও করছিলেন। কিন্তু হঠাৎই সব শেষ। মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী।
বহুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মাসে ওষুধের জন্য প্রচুর অর্থ ব্য়য়ও হত তাঁর। চলত নিয়মিত ইনজেকশনও। কিন্তু কাজের প্রতি এতটাই অধ্যাবসায় ছিল যে, নিয়মিত শুটিং ফ্লোরে যেতেন। অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও বার বার সোশাল মিডিয়ায় বাসন্তী দেবীর শারীরিক অসুস্থতার কথা জানিয়ে ছিলেন। তাঁকে সহযোগিতা করতে এগিয়েও এসেছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁর কাছের মানুষরা। অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই গভীর শোকাহত অভিনেতা ভাস্বরও।
সিরিয়াল ছাড়াও বাংলা সিনেমার কালজয়ী ছবি ‘ঠগিনী’, ‘আমি সে ও সখা’ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। এমন এক শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড ইন্ডাস্ট্রি।