AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘বাংলা সিনেমাকে অবহেলা নয়’, মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, এবছর কারা পেলেন ‘মহানায়ক’ সম্মান?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় মহানায়ক সম্মান। সেই রীতি মেনেই বৃহস্পতিবার টলিউডের খ্যাতনামা শিল্পীদের হাতে এবারও মহানায়ক সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

'বাংলা সিনেমাকে অবহেলা নয়', মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বার্তা, এবছর কারা পেলেন 'মহানায়ক' সম্মান?
| Updated on: Jul 24, 2025 | 6:13 PM
Share

৪৫ বছর হয়ে গেল ভারতীয় চলচ্চিত্র হারিয়েছে তাঁর মহানায়ককে। এত বছর হয়ে গেলেও, উত্তম আজও বাঙালির মনে সমান জায়গা করে রেখেছেন। আর তাই তো বাংলা সিনেমার কথা যেখান থেকে শুরু সেই শুরুতেও উত্তম, শেষেও উত্তম। ২০১২ সাল থেকে প্রতিবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় ‘মহানায়ক সম্মান’। সেই রীতি মেনেই বৃহস্পতিবার টলিউডের খ্যাতনামা শিল্পীদের হাতে এবারও মহানায়ক সম্মান তুলে দিলেন মুখ্যমন্ত্রী।

এবছর মহানায়ক শ্রেষ্ঠ সম্মান পেলেন বাংলা সিনেমার অন্যতম পরিচালক গৌতম ঘোষ। মহানায়ক সম্মান পেলেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী, ইমন চক্রবর্তী, অভিনেত্রী গার্গী রায়চৌধুরী। তবে শুধুই অভিনেতা বা সঙ্গীতশিল্পী নয়, মহানায়ক সম্মান পেলেন রূপটান শিল্পী সোমনাথ কুণ্ডু এবং প্রোডাকশন ডিজাইনার আনন্দ আঢ্য। এদিন পুরস্কার প্রদান মঞ্চে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য, ইন্দ্রনীল সেন, ববি হাকিম, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, সৌমিতৃষা কুণ্ডুর মতো ব্যক্তিত্বরা।

বেশ কয়েকদিন ধরেই তৃণমূল অভিযোগ করছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে। বাঙালি বাংলা ভাষায় কথা বললে তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ঘটনা নিয়েই রাজনৈতিক মহলে তোলপাড় হচ্ছে। ২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী আদ্য-পান্ত বাংলা ভাষা ও বাঙালি অস্মিতা নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, “আমি পরিষ্কার বলছি বাঙালির উপর অত্যাচার হলে লড়াই দিল্লি অবধি যাবে।” এদিন মহানায়ক সম্মান মঞ্চ থেকেও মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে এল বাংলা ভাষা এবং বাংলা সিনেমার প্রতি ভালবাসার কথা। মুখ্যমন্ত্রী জানান, ”বাংলা ভাষায় যাঁরা কথা বলছে, তাঁদের উপর অত্যাচার চলছে। প্রায় ৩০ কোটি লোক বাংলা ভাষায় কথা বলে। যাঁরা বাংলা ভাষায় কথা বলে তাঁদের জেল হচ্ছে। এটা মানা যায় না। বাংলা আমাদের নবজাগরণের ভূমি, মাতৃভূমি। তাই আমাদেরই জেগে উঠতে হবে।” সঙ্গে মমতা বলেন, ”দয়া করে বাংলা সিনেমাকে অবহেলা করবেন না। এটা আমাদের প্রাণের ভাষা। অবশ্যই অন্য়ান্য ভাষাকেও সম্মান করুন। কিন্তু বাংলাকে প্রাণে ধরে রাখুন।”