
ফের বিতর্কের কেন্দ্রে অক্ষয় কুমারের ছবি ‘কেশরী চাপ্টার ২’। গত এপ্রিলে মুক্তি পেয়েছিল এই ছবি। এখন ওটিটিতে স্ট্রিমিং হচ্ছে। বিধাননগর দক্ষিণের সেক্টর ৪-এর নবপল্লীর বাসিন্দা রণজিৎ বিশ্বাস অভিযোগ দায়ের করেছেন যে, জিও হটস্টারে প্রচারিত ‘কেশরী চ্যাপ্টার – ২’ ছবিতে মুজফফরপুর ষড়যন্ত্র মামলার একটি আদালত কক্ষের দৃশ্যে বাংলার বিপ্লবী ক্ষুদিরাম বসু এবং বারীন্দ্র কুমার ঘোষকে ‘ক্ষুদিরাম সিং’ এবং অমৃতসরের ‘বীরেন্দ্র কুমার’ হিসেবে উল্লেখ করে ইতিহাস বিকৃত করা হয়েছে। তিনি দাবি করেছেন যে, এই ধরনের ভুল উপস্থাপনা, ক্ষুদিরাম বসুর মতো স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে, ভুল তথ্য প্রচার করে এবং ভাষাগত ও আঞ্চলিক বিভেদের বীজ বপনের ঝুঁকি তৈরি করে। এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।
লক্ষণীয় অক্ষয় কুমারের এই ছবি দেখে বাঙালি দর্শকদের একাংশ সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছিলেন একই বিষয়ে। কিন্তু যেহেতু আইনি পথে হাঁটেননি তাঁরা, তাই ছবি প্রদর্শনে কোনও স্থগিতাদেশ আসেনি। একইভাবে ওটিটি-তে এই ছবি দেখানোর ক্ষেত্রেও বাধাপ্রাপ্ত হয়নি স্ট্রিমিং প্ল্যাটফর্ম। কিন্তু এবার মামলা দায়ের হওয়ার কারণে, ওটিটি-তে ছবির প্রদর্শনে কোনও বাধা আসবে কিনা, তা দেখার অপেক্ষা। এই অভিযোগের পর এখনও প্রযোজনা সংস্থা বা অক্ষয় কুমারের তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
লক্ষণীয় গত কয়েক বছরে বক্স অফিসে দারুণ ফল করেছে অক্ষয়ের ছবি, এমনটা নয়। ‘কেশরী’ অবশ্য অক্ষয়ের সফল ছবি। তাই এই ছবির দ্বিতীয় ভাগ ঘিরে এমন জটিলতা কখনওই কাম্য ছিল না।