কার্ফু ‘উদযাপন’? ভয়াবহ কোভিড পরিস্থিতির মধ্যেই মুম্বই ছেড়ে বাইরে যাচ্ছেন একের পর এক তারকা
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। একদিনে মারা গিয়েছেন ৫০৩ জন। রবিবার মুম্বইতেই মারা গিয়েছেন ৫৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, মুম্বইয়ে ডাবল মিউটেন্ট করোনার নয়া স্ট্রেন আগের থেকে অনেক বেশি সংক্রামক।
1 / 7
দেশ জুড়ে ভয়াবহ কোভিড পরিস্থিতি। দিল্লিতে লকডাউন, মহারাষ্ট্রে জারি কার্ফু। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন প্রায় ৬৯ হাজার মানুষ। একদিনে মারা গিয়েছেন ৫০৩ জন। রবিবার মুম্বইতেই মারা গিয়েছেন ৫৩ জন। বিশেষজ্ঞরা বলছেন, মুম্বইয়ে ডাবল মিউটেন্ট করোনার নয়া স্ট্রেন আগের থেকে অনেক বেশি সংক্রামক। পরিস্থিতি যখন এতটাই ভয়াবহ তখন বলিসেলেবদের একাংশের অন্দরের চিত্রটা খানিক অন্য। রণবীর আলিয়া থেকে শুরু করে দিশা-টাইগার তাঁরা 'মেতেছেন' কার্ফু 'উদযাপন'-এ! ব্রেক মিলতেই তাঁরা এখন ভ্যাকেশন মোডে।
2 / 7
মার্চ মাসে কোভিড আক্রান্ত হয়েছিলেন রণবীর কাপুর। তিনি সুস্থ হয়ে উঠলে আক্রান্ত হন আলিয়াও। দিন কয়েক আগে সুস্থ হয়েছেন আলিয়া। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। আর নেগেটিভ আসতেই আজ সোমবার তাঁরা ঘুরতে চলে গেলেন মালদ্বীপে। এর পরেই নেটিজেনদের একাংশের প্রশ্ন কোভিড থেকে সেরে উঠে খানিক বিশ্রাম না নিয়েই কেন ঘুরতে চলে গেলেন ওঁরা? 'কোয়ালিটি টাইম'? সে তো বাড়িতেই কাটান যেত।
3 / 7
রণবীর-আলিয়ার মতো আরও এক জুটি উড়ে গিয়েছেন মালদ্বীপ। তাঁরা হলেন টাইগার শ্রফ এবং দিশা পাটানি। সেখান থেকে ছবিও শেয়ার করেছেন দিশা-টাইগার। জুটেছে কটাক্ষ। নেটিজেনদের সচেতনতার পাঠ পড়ানো সেলেবরা কেন ব্যক্তিগত জীবনে তা মানছেন না প্রশ্ন তুলেছেন অনেকেই।
4 / 7
মালদ্বীপ বেড়াতে গিয়েছেন আরও এক সেলেবও। তিনি হলেন সারা আলি খান। শনিবার মুম্বই বিমানবন্দরে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিলেন মা অমৃতা সিংও। কিছু দিন আগেই কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন সারা। ফিরেই এ বার মালদ্বীপ।
5 / 7
দেশের বাইরে যাননি ঠিকই। তবে মুম্বই ছেড়েছেন রণবীর এবং দীপিকাও। দীপিকা গিয়েছেন বাপের বাড়ি। সঙ্গী হয়েছেন রণবীর। বেঙ্গালুরুতেও কোভিড সংক্রান্ত বিধিনিষেধ থাকলেও তা মহারাষ্ট্রের মতো কড়া নয় তাই এই সময়ে ছুটি কাটানোর জন্য ওই জায়গায় বেছে নিয়েছেন তাঁরা।
6 / 7
মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছে বলিউডের পাওয়ার কাপল রিতেশ-জেনেলিয়াকেও। সঙ্গে ছিল তাঁদের দুই সন্তান। মুম্বই ছেড়েছেন তাঁরাও। জেনেলিয়ার বাপের বাড়িই তাঁদের গন্তব্য বলে জানা গিয়েছে।
7 / 7
অন্যদিকে মুম্বই ছাড়তে দেখা গিয়েছে জাহ্নবী কাপুরকেও। শোনা গিয়েছে তিনি গোয়া যাচ্ছেন। তবে ছুটি কাটাতে নাকি শুটের জন্য তা এখনও জানা যায়নি।