আদালতের কড়া নির্দেশ, জেলের ভিতরই নির্যাতিতাকে বিয়ে করলেন গায়ক নোবেল!

ধর্ষণের ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এমনকী, বহুদিন ছাত্রীকে বাড়িতে আটকেও রেখেছিলেন নোবেল, তা অভিযোগ করা হয়।

আদালতের কড়া নির্দেশ, জেলের ভিতরই নির্যাতিতাকে বিয়ে করলেন গায়ক নোবেল!

|

Jun 20, 2025 | 2:21 PM

ধর্ষণ ও ধর্ষণের ভিডিয়ো করে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন বাংলাদেশের গায়ক নোবেল। আদালতের নির্দেশে বৃহস্পতিবার সেই অভিযোগকারিণীকে কারাগারের মধ্যেই বিয়ে করলেন বাংলাদেশের বিতর্কিত গায়ক।

কয়েক মাস আগেই বাংলাদেশের এক কলেজ ছাত্রী নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। মহিলার অভিযোগ অনুযায়ী, গত বছর নভেম্বর মাসে নিজের স্টুডিয়ো দেখানোর নাম করে গায়ক তাঁকে ডেকে নিয়ে যান। তারপরই ধর্ষণ করেন। তবে এখানেই শেষ নয়, ধর্ষণের ভিডিয়ো করে তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে নোবেলের বিরুদ্ধে। এমনকী, বহুদিন ছাত্রীকে বাড়িতে আটকেও রেখেছিলেন নোবেল, তা অভিযোগ করা হয়। ছাত্রীর সেই অভিযোগের ভিত্তিতে সম্প্রতি নোবেলকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আখতার অভিযোগকারিণীকে বিয়ে করার নির্দেশ দেন। গায়কের আইনজীবী জসিমউদ্দিন জানান, এ দিন আদালতে উপস্থিত ছিলেন অভিযোগকারিণীও। অভিযুক্ত নোবেলের পক্ষ থেকে আদালতে লিখিত ভাবে বিয়ে করার অনুমতি চাওয়া হয়। উভয় পক্ষের সম্মতিতেই বিয়ে হয়।