সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর ছোটবেলার শহর কৃষ্ণনগরে আয়োজিত হল ‘বিরতির পর যখন; কবিতারা’

Sohini chakrabarty | Edited By: সুমন মহাপাত্র

Jan 19, 2021 | 9:06 PM

কৃষ্ণনগর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার শহর। সেখানেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে তাঁর ছোটবেলার শহর কৃষ্ণনগরে আয়োজিত হল বিরতির পর যখন; কবিতারা
এদিন সন্ধ্যার অনুষ্ঠানের নাম ছিল "বিরতির পর যখন; কবিতারা"। 

Follow Us

আজ সৌমিত্র চট্টোপাধ্যায়ের ৮৬তম জন্মদিন। প্রয়াত মহাতারকার জন্মদিনে আয়োজিত হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। সৌজন্যে এসপিসি ক্রাফট। এদিন সন্ধ্যার অনুষ্ঠানের নাম ছিল “বিরতির পর যখন; কবিতারা”।

কৃষ্ণনগর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলার শহর। সেখানেই আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের। উপদেষ্টা হিসেবে আজ সন্ধ্যার অনুষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে ছিলেন বাচিক শিল্পী এবং অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের সামগ্রিক তত্ত্বাবধানে ছিলেন চন্দ্রিমা চট্টোপাধ্যায়। আর আজকের অনুষ্ঠানের নির্দেশনায় ছিলেন বাচিক শিল্পী দিগন্তিকা চৌধুরী।

আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শর্বরী দত্ত রায় মল্লিক। কবিতা পাঠে ছিলেন কেতকি মুখার্জী, দীপান্বিতা সাহা, চৈতালী লাহিড়ী, আরাত্রিকা চক্রবর্ত্তী, শম্পা দাস, চন্দ্রিমা চট্টোপাধ্যায়, দিগন্তিকা চৌধুরী, প্রত্যুষা দে, সহেলী দত্ত, পূজা পাল, পৌলমী মুখার্জী। গানে ছিলেন অগ্নিঋক গোস্বামী এবং চন্দ্রিমা হাজরা, লিপি লিখনে সঞ্চিতা গোস্বামী।

অনুষ্ঠানের মূল উপদেষ্টা সুজয়প্রসাদের কথায়, “সৌমিত্রবাবুর শৈশব কেটেছে কৃষ্ণনগরে। ওঁর খুব প্রিয় শহর ছিল। তাই ওঁর জন্মদিনে কৃষ্ণনগরে আমরা এই অনুষ্ঠানটি করতে পেরে খুব গর্ববোধ করছি।” নিখাদ হাসি আর আনন্দ দিয়েই পরিপূর্ণ ছিল দ্বিজেন্দ্র মঞ্চে আয়োজিত আজকের এই অনুষ্ঠান।

Next Article