Sushmita’s Daughter Renee’s Birthday: ছোট মেয়ে আলিশার পর, বড় মেয়ে রেনের জন্মদিনেও সুস্মিতার পাশে রোহমান 

Sushmita’s  daughter Renee’s birthday: রোহমান এবং সুস্মিতা আনন্দের সঙ্গে রেনেকে লেন্সবন্দি করছেন যখন তিনি তাঁর জন্মদিনের কেক কাটতে ব্যস্ত ছিলেন। রোহমানও রেনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন....

Sushmita’s Daughter Renee’s Birthday: ছোট মেয়ে আলিশার পর, বড় মেয়ে রেনের জন্মদিনেও সুস্মিতার পাশে রোহমান 
রেনের জন্মদিনে রোহমানকে পাশে নিয়ে সুস্মিতা
Follow Us:
| Edited By: | Updated on: Sep 05, 2022 | 11:48 PM

২৩ পা দিলেন সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে। রবিবার তাঁর জন্মদিন রাত ১২টার পর সুস্মিতা নিজের স্টাইলে উদযাপন করেন। জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেনের ঘনিষ্ঠ বন্ধুরা। সেই সঙ্গে পার্টিতে সুস্মিতার প্রাক্তন প্রেমিক রোহমান শল এবং ঋত্বিক ভাসিনকেও দেখা গিয়েছিল। রবিবার রেনে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রচুর ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন নিজের এই বিশেষ দিনের। সেই পোস্টের ছবিতে রোহমান এবং ঋত্বিকের সঙ্গে তাঁর মা সুস্মিতাকে দেখতে পাওয়া যায়। ঋত্বিক বার্থ ডে গার্লকে একটি অদ্ভুত ভিডিয়ো শেয়ার করেছেন এবং লিখেছেন, “শুভ জন্মদিন।” রেনে সেই পোস্টের প্রতিত্তোরে পুনরায় আর একটি পোস্ট করেছেন এবং লিখেছেন, “আমার জন্মদিনকে এত স্মরণীয় করার জন্য আপনাকে ধন্যবাদ।” রেনে ও সুস্মিতার সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন ঋত্বিক।

অন্যান্য ভিডিয়োতে দেখা গিয়েছে রোহমান এবং সুস্মিতা আনন্দের সঙ্গে রেনেকে লেন্সবন্দি করছেন যখন তিনি তাঁর জন্মদিনের কেক কাটতে ব্যস্ত ছিলেন। রোহমানও রেনের সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছেন, “কিডোর বয়স ২৩। শুভ জন্মদিন, রেনস্টার।” রেনে রোহমানের পোস্টেরও রি-পোস্ট করে লিখেছেন, “আপনাকে অনেক ধন্যবাদ। আমি আগামী বছরের জন্য আপনাকে একটি নতুন ছবি পাঠাচ্ছি।”

রেনের জন্মদিনের ছবি

তাঁর নিজের পার্টিতে আনন্দ করার পর নিজের সোশ্যাল মিডিয়াতে গিয়ে যাঁরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা পাঠিয়েছেন, তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়ে একটি আন্তরিক নোট দিয়েছেন। তিনি তাঁর মাকেও ধন্যবাদ জানিয়েছিলেন কারণ তিনি লিখেছেন, “আমার জন্মদিনে সমস্ত ভালবাসা এবং আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ… এটি আমার কাছে পুরো বিশ্ব… তোমার নিঃশর্তভাবে ভালবাসা ঈশ্বরের সবচেয়ে বড় আশীর্বাদ আমার কাছে❤ ধন্যবাদ মা আমাকে তৈরি করার জন্য আজ আমি যা মহিলা রূপে হয়েছি…আমি তোমাকে সবচেয়ে বেশি ভালবাসি!! ভালবাসা এবং অপরিসীম কৃতজ্ঞতার সঙ্গে, জন্মদিনের মেয়ে❤ পিএস : ২৩ আশ্চর্যজনক লাগছে❤ আমি যাঁদের সঙ্গে আমার জন্মদিনের আগের দিন কাটিয়েছি তাঁদের সবাইকে ধন্যবাদ.. আমার কাছে আছে সেরা বর্ধিত পরিবার ❤ আমার জন্মদিনের আগের দিনটিকে এতটা স্মরণীয় করে রাখার জন্য @ritik_bhasin কে বিশেষ ধন্যবাদ, আমাদের এত যত্ন নেওয়ার জন্য আমি আপনাকে এবং @145cafeandbar-এর সবাইকে ধন্যবাদ না দিয়ে পারছি না ❤?।”

অন্যদিকে সুস্মিতা ব্যবসায়ী ললিত মোদির সঙ্গে ডেট করছেন বলে জল্পনা। তবে কয়েকদিন আগে ছোট মেয়ে আলিশার জন্মদিনের শপিংয়ে, অভিনেত্রীর মায়ের জন্মদিনে তাঁর পাশে রোহমানকেই পাওয়া গিয়েছে, ললিতকে নয়। সম্প্রতি ললিত সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে ডেট করছেন বলে খবর শেয়ার করেছেন এবং স্বাভাবিকভাবেই তা ইন্টারনেটে ঝড় তুলেছে। তবে সুস্মিতার তরফ থেকে এই নিয়ে কোনও কিছু বলা হয়নি।