AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Akshay Kumar: ক্যাটরিনার বিয়েতে না এসে কোথায় গেলেন অক্ষয়?

একসঙ্গে প্রায় সাত-আটটা ছবি করে ফেলেছেন অক্ষয়-ক্যাটরিনা। একসময় তাঁদের জুটি ছিল সুপারহিট। মাঝে যদিও কিছুদিন একসঙ্গে কাজ করেননি তাঁরা।

Akshay Kumar: ক্যাটরিনার বিয়েতে না এসে কোথায় গেলেন অক্ষয়?
কোথায় গেলেন অক্ষয়?
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 8:54 AM
Share

বৃহস্পতিবার বিকেলেও মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। ভক্তরা ভেবেছিল, খিলাড়ি কুমার বুঝি ভিকি-ক্যাটরিনার বিয়েতে যোগ দিতে উড়ে যাচ্ছেন জয়পুর। কিন্তু বাস্তবে তা হয়নি। শহর ছাড়লেন অক্ষয় ঠিকই, কিন্তু ভিক্যাটের বিয়ে নয়, অক্ষয় উড়ে গেলেন, বিদেশে, সুদূর সৌদি আরবে। তবে সিনেমার শুটিংয়ে নয়।

শোনা যাচ্ছে, এক চলচ্চিত্র উৎসবে যোগ দিতেই ভিক্যাটের বিয়ের দিনেই সৌদি আরব উড়ে গিয়েছেন তিনি। সল্ট অ্যান্ড পেপার লুকে তিনি ছিলেন পিকচার পারফেক্ট। একসঙ্গে প্রায় সাত-আটটা ছবি করে ফেলেছেন অক্ষয়-ক্যাটরিনা। একসময় তাঁদের জুটি ছিল সুপারহিট। মাঝে যদিও কিছুদিন একসঙ্গে কাজ করেননি তাঁরা। কেন, তা নিয়ে রয়েছে নানা গুঞ্জন। কেউ বলেন শুট করতে করতে একে অন্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তাঁরা। আর সে কারণেই নাকি অক্ষয়ের পারিবারিক জীবন কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই বাধ্য হয়েই সংসার বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছিলেন অক্ষয়। আবার কেউ বলেন ক্যাটরিনাই নাকি চাননি, ভেবেছিলেন এত বেশি ছবিতে অভিনয় করার ফলে দর্শকের কাছে তাঁরা জুটি হিসেবে একঘেয়ে হয়ে যেতে পারেন। যদিও আসল কারণ কী, তা নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কেউই।

যদিও সম্প্রতি রোহিত শেট্টির ছবি ‘সূর্যবংশী’তে আবারও তাঁরা একসঙ্গে কাজ করেছেন। সেই ছবি বক্স অফিসে সুপারহিট। রোহিত মানেই ভরপুর অ্যাকশন, গাড়ি উড়ে যাচ্ছে মাথার উপর দিয়ে… ডান্স নাম্বার… পুলিশদের জীবন নিয়ে ছবি বানানো বড়ই পছন্দ তাঁর। এই ছবিতেও দেখা গিয়েছে তেমনটাই। দর্শকেরও পছন্দ হয়েছে সেই ছবি।

আরও পড়ুন- Anushka Sharma: ‘অবশেষে আওয়াজ বন্ধ হবে …’, ভিক্যাটকে অভিনব কায়দায় শুভেচ্ছা অনুষ্কার