AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt-Ranbir Kapoor: “আর অক্ষরটি কি আপনার জন্য লাকি?” লজ্জায় লাল হলেন আলিয়া

আলিয়ার জবাব শুনলে অবাক হয়ে যাবেন।

Alia Bhatt-Ranbir Kapoor: আর অক্ষরটি কি আপনার জন্য লাকি? লজ্জায় লাল হলেন আলিয়া
আলিয়া এবং রণবীর।
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 10:54 PM
Share

প্রেমিকের নাম উঠলে লজ্জায় লাল হন মহিলারা। কেউ স্থান ত্যাগ করে একছুট্টে চলে যান অন্যত্র। আলিয়াও রক্তমাংসের মানুষ। তাই লজ্জা পেলেন তিনিই। এস এস রাজামৌলির পরবর্তী ছবি ‘আরআরআর’-এর ট্রেলার লঞ্চের সময় ভরা মিডিয়ার সামনে তাঁকে জিজ্ঞেস করা হয় ‘আর’ (R) অক্ষরটি কি তাঁর জীবনে লাকি? বলাই বাহুল্য, আলিয়ার প্রেমিকা রণবীর কাপুরের নামও শুরু হয় ‘আর’ দিয়েই। এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন আলিয়া।

মিডিয়া থেকে উঠে আসা এই প্রশ্নের জবাবও দিয়েছিলেন আলিয়া। তিনি বলেন, “আমার কাছে এর জবাব নেই।” তারপর খানিক ভেবেচিন্তে বুদ্ধিমতির মতো উত্তর দেন, “হ্যাঁ। ‘আর’ আমার জন্য খুবই লাকি অক্ষর এবং রণবীরও।”

ছবিতে আলিয়ার একটি অসাধারণ ডান্স সিকোয়েন্স নাকি রেখেছেন রাজামৌলি। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে হয়েছে শুটিং। ‘আরআরআর’ ছবির ডান্স সিকোয়েন্সটির জন্য ধার্য হয়েছিল ৩ কোটি টাকার বাজেট। ভারতীয় ছবিতে কোনও ডান্স সিকোয়েন্স এত বড় বাজেটের সাধারণত হয় না। এর আগে সঞ্জয়ের ‘দেবদাস’ কিংবা রাজামৌলির ‘বাহুবলী’র গানের দৃশ্য শুটিং নিয়ে আলোচনা হয়েছে। দর্শকের মনে দাগ কেটেছে সেই সব দৃশ্য। তৈরি করেছে ইতিহাস। বলা হচ্ছে, ‘আরআরআর’ ছবির এই গানটি নাকি তৈরি করবে নতুন ইতিহাস। সূত্রের খবর, গানের পোশাকের বাজেটই নাকি ছাড়িয়েছে ১ কোটি টাকা। গানে আলিয়ার সঙ্গে পারফর্ম করেছেন ছবির আরও দুই গুরুত্বপূর্ণ কাস্ট রামচরণ ও এন টি আর জুনিয়র।

‘আরআরআর’ তেলেগু উপজাতি নেতা আল্লুরি সীতারাম রাজু এবং কোমারাম ভীমের সংগ্রামের উপর ভিত্তি করে একটি কাল্পনিক গল্প। রামচরণকে সীতারামের ভূমিকায় দেখা যাবে, জুনিয়র এনটিআর কোমারামেক ভূমিকায় অভিনয় করছেন।

অন্যদিকে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ছবি মানেই লার্জার দ্যান লাইফ একটা বিষয়। ছবির মেকিংয়ে সেই গ্র্যাঞ্জার বজায় রাখেন সঞ্জয়। তাঁর পরবর্তী ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ও ব্যতিক্রম নয়। আলিয়া ভাটকে নিয়ে বড় পরিকল্পনা করেই মাঠে নেমেছেন সঞ্জয়। এক সময় ওটিটি রিলিজের কথাও ভেবেছিলেন তিনি।

আরও পড়ুন: Ranveer-Deepika-83: ‘৮৩’র নির্মাতাদের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের, নাম জড়িয়েছে দীপিকারও