AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jaya-Abhishek-Amitabh: জয়া বচ্চন জন্মদিনে শুভেচ্ছা বার্তা পেলেন পরিবার আর অনুরাগীদের থেকে

Jaya-Abhishek-Amitabh: অমিতাভ বচ্চন ভিডিয়ো কলের মাধ্যমে স্ত্রাী জয়াকে শুভেচ্ছা বার্তা জানান। পরে নিজের ব্লগে আধুনিক প্রযুক্তির প্রশংসা করেন।

Jaya-Abhishek-Amitabh: জয়া বচ্চন জন্মদিনে শুভেচ্ছা বার্তা পেলেন পরিবার আর অনুরাগীদের থেকে
পরিবারের সঙ্গে জয়া বচ্চন
| Edited By: | Updated on: Apr 10, 2022 | 12:10 AM
Share

জয়া ভাদুরির ৭৪তম জন্মদিনে সঙ্গে ছিলেন না অমিতাভ বচ্চন। তিনি ছবির কাজে শহরে বাইরে। কিন্তু তাই বলে স্ত্রীকে শুভেচ্ছা বার্তা পাঠাবেন না তাও কখনও হয় নাকি। তিনি মধ্যরাতে ভিডিয়ো কলের মাধ্যমে শুভেচ্ছা জানান। পরে নিজের ব্লগে আধুনিক প্রযুক্তির ভাল দিক নিয়ে লেখেন, “মধ্যরাত্রি পেরিয়েছে। স্ত্রীকে  জন্মদিনের শুভেচ্ছা জানাতে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছি। এই প্রযুক্তির প্রশংসা করতেই হয়, যা আমাদের দেখা এবং শোনার সুবিধা দেয়”। তিনি শুধু এতে শেষ করেননি, আরও যোগ করেছেন, শীঘ্রই প্রিয়জনদের সঙ্গে দেখা হবে। ধৈর্য ধরলেই সব কাজ সুন্দরভাবে হবে।

মেয়ে শ্বেতা বচ্চন নন্দাও নিজের ইনস্টাগ্রামে মাকে শুভেচ্ছা বার্তায় লেখেন, মা তুমি সব সময় এনসিসি ক্যাডারে যেমন হাসতে, তেমনই হাসিখুশি থেকো, অথবা সামনে কাঁকড়ার ডিশ দেখলে যেমন খুশি থাকো। লিখেই থামেননি শ্বেতা, সঙ্গে মায়ের এনসিসি ক্যাডারের ছবি আর কাঁকড়ার ডিশ দেখে হাসিমুখের ছবিও পোস্ট করেন।

View this post on Instagram

A post shared by S (@shwetabachchan)

ছেলে অভিষেক বচ্চন মায়ের অল্প বয়সের ছবিও ভাগ করে নেন নিজের সোশ্যাল মিডিয়াতে। সঙ্গে লেখেন, ‘শুভ জন্মদিন মা। লাভ ইউ’। ছবি দেখে অনুরাগীরা বলেন ‘ন্যাচেরাল বিউটি’। সঙ্গে শুভেচ্ছা বার্তা। নাতনি নব্যা নভেলি নন্দাও দিদিমার পুরনো সিনেমা ছবি দিয়ে শুভেচ্ছা বার্তায় লেখেন, ‘শুভ জন্মিদন নানি’। সঙ্গে হার্ট ইমোজি।

আরও পড়ুন- Alia Bhatt: আলিয়া ভাট নিজেকে গৃহবন্দী করে রেখেছেন, কেন? রইল তার হদিশ

আরও পড়ুন- Mimi-Mini : ফাঁস হয়ে যাওয়া ট্রেলার সকলের সঙ্গে প্রথমবার দেখলেন মিমি

আরও পড়ুন- Yash Sanjay KGF 2: যশ-সঞ্জয় অভিনীত ‘কেজিএফ ২’ ভেঙে দিল কীসের রেকর্ড, রইল তার হদিস