Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia Bhatt: আলিয়া ভাট নিজেকে গৃহবন্দী করে রেখেছেন, কেন? রইল তার হদিশ

Alia Bhatt: যে তারিখেই বিয়ে হোক, ‘রালিয়া’ জুটি কখনই তাঁদের অনুরাগীদের নিরাশ করবেন না। সময় মতো নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেবেন।

Alia Bhatt: আলিয়া ভাট নিজেকে গৃহবন্দী করে রেখেছেন, কেন? রইল তার হদিশ
আলিয়া ভাট
Follow Us:
| Edited By: | Updated on: Apr 09, 2022 | 5:32 PM

আলিয়া ভাট (Alia Bhatt) রণবীর কাপুরের (Ranbir Kapoor)  বিয়ের তারিখ নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। ১৪-১৫-১৭ এপ্রিল-আপাতত সামনে এসেছে তিনটি তারিখ। বৈশাখের প্রথমদিন খুব শুভ। তাই অনেকেই মনে করছেন এই দিনেই তাঁরা সাত পাকে বাঁধা পড়বেন। তা সে যে তারিখেই বিয়ে হোক, ‘রালিয়া’ জুটি কখনই তাঁদের অনুরাগীদের নিরাশ করবেন না। সময় মতো নিজেদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নেবেন। কিন্তু বিয়ে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ মুখে কুলুপ এঁটেছেন দু’জনেই। আলিয়া তো আরও এক কাঠি উপর দিয়ে যাচ্ছেন। তিনি সংবাদ মাধ্যম থেকে দূরে থাকার জন্য নিয়েছেন অন্য এক কৌশল। তিনি নিজেকে গৃহবন্দী করে ফেলেছেন। শোনা যাচ্ছে, যতদিন বিয়ে না হচ্ছে, তিনি বাড়িতেই থাকবেন।

হাই প্রোফাইল বিয়ে বলে কথা। কাপুর-ভাট পরিবার প্রথমবার আত্মীয়তার সূত্রে বাঁধতে চলেছে। বি-টাউনের মেয়েদের হার্টথ্রব রণবীর আর বহু পুরুষের প্রাণেরশ্বরী আলিয়ার বিয়ে বলে কথা। তার উপর কিছুতেই বিয়ের সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। অতএব ফটোগ্রাফার থেকে সাংবাদিক মুম্বইয়ের জুহু অঞ্চলের সর্বত্র ছড়িয়ে রয়েছেন কোথা থেকে কে কোন খবরটা সংগ্রহ করতে পারেন বলে। আলিয়াকে পেলে স্বভাবতই বিয়ে নিয়েই প্রশ্ন আসবে। তাই আলিয়া ঠিক করে নিয়েছেন, যতক্ষণ তাঁদের বিয়ে না হচ্ছে পাপারাৎজ়ির হাত থেকে বাঁচতে গৃহবন্দীই থাকবেন।

আসলে ‘রালিয়া’ ঠিক করে রেখেছেন, খুব কাছের মানুষজন ছাড়া তাঁদের বিয়ের তারিখ গোপন রাখবেন। সূত্রের খবর, বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান, আলিয়ার দাদু-দিদিমা, রণবীরের মা নিতু সিং, বোন ঋদ্ধিমা কাপুর সাহানি, বেস্ট ফ্রেন্ড অয়ন মুখোপাধ্যায়-এর মতো খুব কাছের মানুষরা উপস্থিত থাকবেন একান্ত ব্যক্তিগত এই বিয়েতে।

আরও পড়ুন-  Ranbir Kapoor and Alia Bhatt: শুরু হয়ে গেল কাউন্ট ডাউন, এই দিনে এক হবেন রণবীর-আলিয়া

আরও পড়ুন- Randhir Kapoor-Ranbir-Alia: এ কী বলছেন রণধীর কাপুর ভাইপো রণবীরের বিয়ে নিয়ে!

আরও পড়ুন- Ranbir-Alia: বাবা-মায়ের মতো আলিয়াকে নিজের পৈতৃক বাড়িতেই কি বিয়ে করতে চলেছেন রণবীর?