AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাত বাড়ালেন লোপমুদ্রা-ইমন-অনুপমরা, কোভিড-ইয়াস মোকাবিলায় একজোট শিল্পীমহল

শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী থেকে শুরু করে অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী...টলিপাড়ায় নামজাদা সঙ্গীতশিল্পীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে অনলাইন কনসার্ট 'বাড়িয়ে দাও তোমার হাত'।

হাত বাড়ালেন লোপমুদ্রা-ইমন-অনুপমরা, কোভিড-ইয়াস মোকাবিলায় একজোট শিল্পীমহল
ইমন-অনুপম-লোপামুদ্রা
| Updated on: May 31, 2021 | 12:18 PM
Share

‘বাড়িয়ে দাও তোমার হাত…’

হাত বাড়ালেন ওঁরা। ওঁরা অর্থাৎ টলিপাড়ার শিল্পীরা। কোভিড আক্রান্ত এবং ইয়াসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কেউ তুলে নিলেন গিটার, কেউ হারমোনিয়াম আবার কেউ বা গলার স্বরকে হাতিয়ার করেই বিপর্যয় মোকাবিলায় নেমে পড়লেন ময়দানে।

শ্রীকান্ত আচার্য, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী থেকে শুরু করে অনুপম রায়, লোপামুদ্রা মিত্র, ইমন চক্রবর্তী…টলিপাড়ায় নামজাদা সঙ্গীতশিল্পীদের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে অনলাইন কনসার্ট ‘বাড়িয়ে দাও তোমার হাত’। উদ্যোক্তা মূলত মনোময় ভট্টাচার্য। কোভিড আক্রান্ত এবং ইয়াসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ। আগামী ২১ জুন ভারতীয় সময় সাড়ে আটটা থেকে দেখা যাবে অনুষ্ঠানটি। টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৩০০টাকা। যে টাকা উঠবে তার পুরোটাই চলে যাবে ক্ষতিগ্রস্ত ওই সব মানুষের কাছে।

আরও পড়ুন-‘সামিল হোন টেকনিশিয়ানরাও, নিয়মের হাঁসফাঁসে শুটিং বন্ধ রাখলে ইন্ডাস্ট্রিটা যে মরে যাবে…’

করোনার দ্বিতীয় সংক্রমণ শুরু হতেই নিজেদের মতো করে সাহায্য করেছেন টলিপাড়ার শিল্পীমহলের একটা বড় অংশ। ইয়াসে ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুরে গিয়ে দিন কয়েক আগে ত্রাণ দিয়ে এসেছেন ইমন চক্রবর্তী। করোনা আক্রান্তদের মধ্যে যারা নিভৃতবাসে রয়েছেন তাঁদের যাতে একাকীত্ব না ঘিরে রাখে সেই কারণে অনলাইনে মাধ্যমে বিনামূল্যে গান গেয়ে তাঁদের মন ভাল রাখার চেষ্টা চালাচ্ছেন লোপামুদ্রা। তাঁদের এই নয়া উদ্যোগকেও কুর্নিশ জানিয়েছেন তাঁদের ভক্তরা।