রাত পোহালেই ‘এপ্রিল ফুলস ডে’, এই মজার দিনের পিছনে লুকিয়ে রয়েছে কোন গল্প?

দিনের শুরুতেই মজা করে নিন। সকাল সকাল কারও অত তারিখ খেয়াল থাকবে না। বেলা গড়ালে কিন্তু অনেকেই খেয়াল করবেন যে কাল দিনটা ১ এপ্রিল।

রাত পোহালেই এপ্রিল ফুলস ডে, এই মজার দিনের পিছনে লুকিয়ে রয়েছে কোন গল্প?
আট থেকে আশি, এপ্রিল ফুলস ডে অর্থাৎ এপ্রিলের পয়লা তারিখ নিয়ে উৎসাহ কারও কম নয়।

|

Mar 31, 2021 | 6:10 PM

রাত পেরোলেই ‘এপ্রিল ফুলস ডে’। আক্ষরিক অর্থেই মজার দিন। নানা রকমের ‘প্র্যাঙ্ক’ করে সবাই সবাইকে চমকে দিয়ে নিছক মজা নিতে চান। আট থেকে আশি, এপ্রিল ফুলস ডে অর্থাৎ এপ্রিলের পয়লা তারিখ নিয়ে উৎসাহ কারও কম নয়।

তবে কীভাবে এই দিনের উদযাপন শুরু হলো অর্থাৎ অরিজিন স্পষ্ট নয়। তবে এই দিনের ঐতিহ্য জানেন সকলেই। নিছক মজা করে, জোকস বলে বা হঠাৎ করে লাফিয়ে-ঝাঁপিয়ে চিৎকার করে কাউকে চমকে দিয়ে ‘এপ্রিল ফুল’ বলার মধ্যেই রয়েছে আসল মজা। অন্যকে বোকা বানিয়েই মজা পান সকলে।

অনেকে আবার বলেন,  vernal equinox অর্থাৎ উত্তর গোলার্ধে বসন্ত শুরুর প্রথম দিনের সঙ্গে এই ‘এপ্রিল ফুলস ডে’- র সংযোগ রয়েছে। এছাড়া আবহাওয়ার আচমকা অস্থিরতার সঙ্গেও অনেকে এই দিনের যোগসূত্র খুঁজে পান।

‘এপ্রিল ফুলস ডে’- র ইতিহাস-

ঐতিহাসিকরা ‘এপ্রিল ফুলস ডে’ প্রসঙ্গে নানা মত প্রকাশ করেন। অনেকে বলেন এর উৎস ১৫৮২ সালে। history.com- এর তথ্য অনুযায়ী ওই সময়ে ফ্রান্স জুলিয়ান ক্যালেন্ডার থেকে জর্জিয়ান ক্যালেন্ডারে স্থানান্তরিত হচ্ছিল। এপ্রিল ফুলস ডে- ও সেই সময় vernal equinox- এর সঙ্গে কোইনসাইড করেছিল। ঐতিহাসিকরা আরও বলেছেন, ‘এপ্রিল ফুলস ডে’- কে ‘Hilaria ফেস্টিভ্যাল’- এর সঙ্গেও তুলনা করা হয়। ল্যাটিন শব্দে এর অর্থ শুধু আনন্দ। প্রাচীন রোমেও এপ্রিল ফুলস ডে- তে একজন আর একজনের সঙ্গে মজা করতেন। খেলা হতো নানা মজার গেম।

ভারতীয়দের রঙিন উৎসব হোলি, পার্সিয়ান ফেস্টিভ্যাল Sizdah Bedar এবং Jewish Purim- এর কাছাকাছিই থাকে এপ্রিল ফুলস ডে।

তবে মজা করতে গেলেও অবশ্যই খেয়াল রাখবেন যে দু’টি বিষয়ে-

১। আপনার মজা যেন অন্য কারও দুঃখের কারণ না হয়। পাশাপাশি কেউ যেন ভুল তথ্য না পান।

২। দিনের শুরুতেই মজা করে নিন। সকাল সকাল কারও অত তারিখ খেয়াল থাকবে না। বেলা গড়ালে কিন্তু অনেকেই খেয়াল করবেন যে কাল দিনটা ১ এপ্রিল।