Arijit Singh: ভিজে গেল চোখ, কার ছবি হাতে নিয়ে মঞ্চে ফুঁপিয়ে উঠলেন অরিজিৎ?
Arijit Singh: হাতে ধরা একটা ছবি... ফ্রেম করে বাঁধানো। সেই ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে অরিজিৎ সিং। চোখ ফেটে কান্না আসছে। কিন্তু সকলের সামনে তিনি যে আবেগ প্রদর্শন করেন না। কার ছবি হাতে নিয়ে এতটা আবেগঘন হয়ে পড়লেন গায়ক?

হাতে ধরা একটা ছবি… ফ্রেম করে বাঁধানো। সেই ছবির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে অরিজিৎ সিং। চোখ ফেটে কান্না আসছে। কিন্তু সকলের সামনে তিনি যে আবেগ প্রদর্শন করেন না। কার ছবি হাতে নিয়ে এতটা আবেগঘন হয়ে পড়লেন গায়ক? নেপালে কনসার্ট ছিল অরিজিতের। হাজির হয়েছিলেন লক্ষ লক্ষ দর্শক। অরিজিৎ যখন মঞ্চে ঠিক তখনই সামনের সারিতে বসা এক দর্শক অরিজিতের হাতে তুলে দেন সেই বাঁধানো ফ্রেমটি। যা আদপে অরিজিতের প্রয়াত মায়ের ছবি। মায়ের ছবি হাতে পেয়ে নিজেকে ধরে রাখতে পারেননি। গাইছিলেন গান, কিন্তু কোথায় গিয়ে যেন গলা বুঝে এল তাঁর। চোখও হয়ে উঠল দ্রব… তবে পাক্কা পেশাদারের মতো গান তিনি থামালেন না। ছবিটিকে বুকে আঁকড়ে ধরেই চলল তাঁর কনসার্ট। দেখুন সেই ভিডিয়োই…
View this post on Instagram
জীবনে চলার পথে মা’ই ছিলেন অরিজিতের অনেকটা জুড়ে। ২০২১ সালের মে মাসে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। কোভিডে আক্রান্ত হয়েছিলেন অদিতি সিং। প্রথমে বহরমপুর মাতৃসদন এবং পরে অবস্থার অবনতি ঘটায় তাঁকে কলকাতার ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একমো সাপোর্ট চলছিল তাঁর। ছিল হাইপার টেনশনের সমস্যাও। ১৭ মে, ২০২১ চলে যান তিনি। অরিজিতের মধ্যেই বেঁচে আছেন তাঁর মা। বেঁচে আছেন ছেলের কাজে, ভালবাসায়।
প্রসঙ্গত, নেপালে অরিজিতে শো’র সকালে খোঁড়াতে দেখা গিয়েছিল গায়ককে। যা দেখে রীতিমতো চমকে উঠেছিলেন তাঁর দর্শকেরা তবে তিনি ঠিক আছেন। গান গেয়েছেন, সবাইকে তৃপ্তি দিয়ে নিজেও পেয়েছেন আনন্দ।
