অভিনেতা হিসেবে কোন ছবিতে বলিউড ডেবিউ করেন বাপ্পি লাহিড়ি?

১৯৭৪ সাল। সে বছরই বাপ্পির অভিনেতা হিসেবে বলিউড ডেবিউ হয়। প্রথম ছবিতেই কিশোর কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন তিনি।

অভিনেতা হিসেবে কোন ছবিতে বলিউড ডেবিউ করেন বাপ্পি লাহিড়ি?
ডেবিউ ছবিতে বাপ্পি (বাঁদিকে), ডানদিকে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার পর বাপ্পি। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

|

May 28, 2021 | 7:39 PM

বাপ্পি লাহিড়ি (Bappi Lahiri)। মিউজিক ইন্ডাস্ট্রিতে একটা প্রতিষ্ঠানের নাম। বহু হিট গানের জন্ম দিয়েছেন বাপ্পি। নিজে যেমন গেয়েছেন, তেমনই তাঁর সুরে গান গেয়েও বিখ্যাত হয়েছেন অনেকে। এ হেন বাপ্পি যে অভিনয়ও করেছেন, তা জানা ছিল কি?

১৯৭৪ সাল। সে বছরই বাপ্পির অভিনেতা হিসেবে বলিউড ডেবিউ হয়। প্রথম ছবিতেই কিশোর কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ছবির একটি দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাপ্পি। অনুরাগীদের অনুমান করে জানাতে বলেছেন, সে ছবির নাম।

বাপ্পির শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, কিশোর কুমার রয়েছেন তাঁর সঙ্গে। এ ছাড়াও রয়েছেন কিশোর পুত্র অমিত কুমার। বাপ্পি ক্লু দিয়ে দিয়েছেন। এ ছবির পরিচালক এবং প্রযোজক কিশোর স্বয়ং। বলতে পারেন, এই ছবির নাম কী?

কিশোর কুমার পরিচালিত এবং প্রযোজিত যে ছবিতে বাপ্পি অভিনেতা হিসেবে বলিউড ডেবিউ করেছিলেন, তার নাম Badhti Ka Naam Dadhi। ১৯৫৮তেও একটি ছবি তৈরি হয়। যার নাম ছিল Chalti Ka Naam Dadhi। দুটি ছবির নামের মিল রয়েছে। ১৯৫৮-র ছবিতে কিশোরের সঙ্গে অভিনয় করেছিলেন তাঁর দুই ভাই অনুপ কুমার এবং অশোক কুমার।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বাপ্পিকে। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক এবং সব স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, যে সেলেবদের পোষ্য রয়েছে, তাঁদের সমালোচনা করলেন রোহিত রায়!