Durga Puja 2021: সেলেবদের মায়েরা কেমন? গল্প শেয়ার হল কফি টেবিল বুক ‘এটা আমার মা’তে

Durga Puja 2021: শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, তৃণা সাহা, রূপঙ্কর বাগচীরা নিজের মায়ের কথা লিখেছেন।

Durga Puja 2021: সেলেবদের মায়েরা কেমন? গল্প শেয়ার হল কফি টেবিল বুক ‘এটা আমার মা’তে
উদ্বোধনে বাসবদত্তা।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 11, 2021 | 9:31 PM

মা এসেছেন বাপের বাড়ি। বাঙালির বছরভরের অপেক্ষা শেষ। শুরু হয়ে গিয়েছে পুজো। মায়ের আগমনে মাতোয়ারা আট থেকে আশি। কিন্তু যে মা জন্ম দিয়েছেন, যিনি আগলে রাখেন আজীবন… তাঁকেও যেন নতুন করে খুঁজে পাওয়া যায় এই পুজোর মরসুমেই। সেলেবদের আপনি বছরভর দেখেন টিভির পর্দায় অথবা খবরের কাগজের পাতায়, তাঁদের মায়েরা ঠিক কেমন? তা নিয়েই মুক্তি পেল কফি টেবিল বুক ‘এটা আমার মা’। উপস্থিত ছিলেল অভিনেত্রী বাসবদত্তা।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীজাত, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, সোহিনী সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, তৃণা সাহা, রূপঙ্কর বাগচীরা নিজের মায়ের কথা লিখেছেন। তৃণা লিখেছেন, “যখন খুব ছোট ছিলাম, শাড়ি, সালোয়ার পরতে ভালবাসতাম। মা তখন বলত, কী পরিস! বুড়োদের মতো, আন্টিদের মতো, বয়স্কদের মতো…। এখন আমি ততটাই উল্টো। এখন আমার ওগুলো পরতে একদম ভাল লাগে না। সাজতেও ভাল লাগে না। মা এখন আবার আমার সেই ছোটবেলায় ফিরে গিয়েছে। আমাকে সাজাতে চায়।”

সোহিনীর সরকার স্মৃতিচারণ করেছেন, “মফস্বল থেকে এসে অভিনয় করার মতো আনকনভেনশাল কাজ করার সাহস মা আমার মধ্যে বুনে দিয়েছিল। আর নিজের পায়ে বাঁচার ইচ্ছে তৈরি করে দিয়েছিল মা।” সাধারণ থাকার পাঠ রূপঙ্করের পাওয়া মায়ের কাছ থেকেই। যা তাঁর আজীবনের পাথেয়। মেয়েকেও তিনি সেই শিক্ষাই দেন। আবার পরমব্রত চট্টোপাধ্যায় মায়ের মধ্যে দেখেছিলেন স্নেহ এবং হার না মানা মনোভাব।

কনীনিকা মাকে স্যাক্রিফাইস করতে দেখেছেন। তিনি লিখেছেন, “জানি না, মায়ের মতো কোনওদিন হতে পারব কি না। সেটা হওয়া কঠিন। কারণ আজকালকার মেয়েরা নিজেদের দিকটা একটু হলেও বোঝে। সব দিক বুঝে এগোতে হয়। আমাদের মায়েদের সময়টা ছিল, নিজের জীবনের সব কিছু স্যাক্রিফাইস করে অন্যদের ভাল রাখার প্রচেষ্টা। সেটা আমাদের জেনারেশনে হয়তো আমরা একটু বদল নিয়ে এসেছি।”

সুদীপ্তার কথায় আবার উঠে এসেছে অন্যকে ভাল রাখার মায়ের অনন্ত প্রয়াস। তিনি শেয়ার করেছেন, “আমি জন্মদিনে একবার মাকে দুটো মিনে করা বালা দিয়েছিলাম। মা তাতেই আঁতকে উঠেছিল। ‘তুই এত টাকা খরচা করে ফেললি?’ মায়ের জীবনে কোনওদিন ভাল পরব, ভাল খাব, ভাল থাকব… নিজের জন্য কোনওদিন ভাবতে শিখলেন না।”

আরও পড়ুন, Shriya Saran: মা হয়েছেন শ্রিয়া, সন্তানের জন্মের বহু পরে প্রকাশ্যে জানালেন!