Charlie Chaplin: প্রয়াত চার্লি চ্যাপলিনের মেয়ে, বয়স হয়েছিল ৭৪
Charlie Chaplin: কমেডি লেজেন্ড চার্লি চ্যাপলিনের মেয়ে জোসেফিন চ্যাপলিন প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
কমেডি লেজেন্ড চার্লি চ্যাপলিনের মেয়ে জোসেফিন চ্যাপলিন প্রয়াত। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যম ‘ভ্যারিটি’ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই মৃত্যু হয়েছে তাঁর। প্যারিসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জোসেফিন, চার্লি চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনা ও’নিলের মেয়ে। ছোটবেলাতেই অভিনয়ে হাতেখড়ি তাঁর।
১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘লাইমলাইট’-এ দেখা গিয়েছিল তাঁকে। ওই ছবিতে ছিলেন চার্লি চ্যাপলিনও। জোসেফিনের তিন ছেলে রয়েছে। তাঁরা হলেন, চার্লি, আর্থার ও জুলিয়েন। তাঁদের থেকেই মায়ের মৃত্যুসংবাদের খবর মিলেছে। বহু ফরাসি ছবিতে অভিনয় করেছেন তিনি। এ ছাড়াও পাসোলিনির বিখ্যাত ছবি ‘দ্য ক্যান্টারবেরি টেলস’-এ দেখা গিয়েছিল তাঁকে। এ ছাড়াও ‘আ কাউন্টেস ফ্রম হংকং’, ‘এসকেপ টু দ্য সান’ ও ‘জ্যাক দ্য রিপারে’র মতো প্রসিদ্ধ ছবিতে ছিলেন তিনি। ‘এসকেপ ট্যু দ্য সান’ ছবিটি কিছু মানুষের সোভিয়েত ইউনিয়ন থেকে পালানোর উপর অবলম্বন করে তৈরি। বাবার লিনিয়েজ ধরে রাখার চেষ্টা করেছিলেন জোসেফিন। বাবার মতো সাফল্য না পেলেও চেষ্টার কোনও ত্রুটি ছিল না। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।