মার্ভেল সিরিজের কোনও হিরোকেই পছন্দ নয় ‘থর’ পুত্রের, সে হতে চায়…
শক্তির অনুপাতে কে এগিয়ে এ নিয়ে ডিসি এবং মার্ভেল ফ্যানেদের তর্জার শেষ নেই। এরই মধ্যে বাবা-ছেলের এই কথোপকথন চুটিয়ে উপভোগ করেছেন অনুরাগীরা।
ক্রিস হেমসওয়ার্থ। মার্ভেল দুনিয়ায় যিনি পরিচিত থর হিসেবে। অথচ তাঁর ছেলের পছন্দের চরিত্র মার্ভেল সিরিজের কোনও সুপারহিরো নয়। সে হতে চায় ডিসি হিরোদের মধ্যে একজন। কাকে পছন্দ তাঁর? বাবার কাছে চুপিচুপি শেয়ার করেছিল সে। আর বাবা সে খবর ফাঁস করে দিয়েছেন গোটা দুনিয়ার কাছে।
ছেলের সঙ্গে ইনস্টাগ্রামে এক মিষ্টি সেলফি শেয়ার করেছেন ক্রিস। তবে ছবির থেকেও মন কেড়েছে অভিনেতার ক্যাপশনটি। সেই ক্যাপশনে ক্রিস লিখেছেন, “ছেলেকে জিজ্ঞাসা করলাম, ‘তুমি বড় হয়ে কী হতে চাও’। ও কী উত্তর দিলেন জানেন? ‘বাবা বড় হয়ে আমি সুপারম্যান হতেই চাই।” থর পুত্র সুপারম্যান হওয়ার স্বপ্নে খানিক অবাক ক্রিস নিজেও। তিনি যোগ করেন, “ভাগ্যিস আমার দুইটি সন্তান। ”
শক্তির অনুপাতে কে এগিয়ে এ নিয়ে ডিসি এবং মার্ভেল ফ্যানেদের তর্জার শেষ নেই। এরই মধ্যে বাবা-ছেলের এই কথোপকথন চুটিয়ে উপভোগ করেছেন অনুরাগীরা।
View this post on Instagram