AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Online Trolling: সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিং, আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় অভিনেত্রীর

Trolling: ২০১৯ সালে মুক্তি তাঁর সিরিজ 'ফ্রেস অব দ্য বোট'-এর পুনর্নবীকরণ নিয়ে বেশ কিছু নেতিবাচক টুইট করেছিলেন তিনি। আর এর পরেই শুরু হয় ট্রোলিং।

Online Trolling: সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিং, আত্মহত্যার চেষ্টা জনপ্রিয় অভিনেত্রীর
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Jul 16, 2022 | 12:06 PM
Share

সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের আঁতুড়ঘর। আর এই আঁতুড়ঘরের সবচেয়ে সোজা নিশালা তারকারা। তাঁদের ছোঁয়া যায় না। দেখাও মেলে না সহজে। অতীতে বহু অভিনেতাই এই অনলাইন ট্রোলিংয়ের শিকার হয়েছেন। এবার ‘ক্রেজি রিচ এশিয়ানস’ খ্যাত তারকা কনস্ট্যান্স উউ তাঁর সঙ্গে ঘটনা সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। একই সঙ্গে জানালেন সেই ট্রোলের তীব্রতা এতটাই ছিল যে নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।

২০১৯ সালে মুক্তি তাঁর সিরিজ ‘ফ্রেস অব দ্য বোট’-এর পুনর্নবীকরণ নিয়ে বেশ কিছু নেতিবাচক টুইট করেছিলেন তিনি। আর এর পরেই শুরু হয় ট্রোলিং। তাঁর কথায়, “এতটাই বাড়াবাড়ি হয়ে যায় যে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলাম আমি”। তিনি আরও যোগ করেন, “আমায় বেশ কিছু এশীয় মহাদেশীয় অভিনেত্রী ব্যক্তিগত ভাবে মেসেজ করে বলেন এশিয়া-অ্যামেরিকা কমিউনিটিতে আমার সব কাজ নষ্ট হয়ে যাবে। আমার আর বাঁচতে ইচ্ছে করছিল না। ওরা এও বলে আমি চলে গেলে ওদেরই ভাল হবে। এমনকি কিছু কিছু মেসেজ আমায় নিজের প্রাণ নেওয়ার জন্য এতটাই উদ্বুদ্ধ করে যে আমি রাজিও হয়ে যাই।”

এর পরেই সোশ্যাল মিডিয়া থেকে কিছুটা বিরতি নেন তিনি। বিরতি নেন অভিনয় জগৎ থেকেও। সেই জায়গা থেকেও নিজেকে বের করে নিতে পেরেছেন অবশেষে। যদিও মাঝখানে চিকিৎসকের পরামর্শও নিতে হয়েছিল তাঁকে। তাঁকে শেষ দেখা গিয়েছিল ক্রিস প্র্যাটের সিরিজ ‘দ্য টারমিনাল লিস্ট’-এ। খুব শীঘ্রই তাঁর লেখা বইও আসতে চলেছে।

জনপ্রিয় অভিনেত্রী কন্সট্যান্স।