Valentine’s Day: Dry Dating; ‘আহারে মন’ ভিজুক প্রেমে, Date Dry হলে মন্দ কী?

শোভন রায় | Edited By: রেশমী প্রামাণিক

Feb 14, 2022 | 12:12 PM

সারা পৃথিবীর জেন জ়েডই এখন 'ড্রাই ডেটিং' অর্থাৎ, ডেটে অ্যালকোহল সেবন এড়িয়ে যাওয়ার পক্ষপাতী। এমনকি, চলতি বছরের প্রথম মাসের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে, প্রায় ৪৩ শতাংশ ভারতীয় অ্যালকোহলের সেবন কমিয়ে এনেছেন।

Valentines Day: Dry Dating; আহারে মন ভিজুক প্রেমে, Date Dry হলে মন্দ কী?

Follow Us

‘লেটস হ্যাভ আ ড্রিঙ্ক’, এই কথাটা জেন জ়েডের কথিত ‘পিক আপ’ লাইনগুলোর মধ্যে অন্যতম। ডেট (Dating) মানেই যেন একটু অ্যালকোহল (Alcohol), একটু হাতে-হাত, নিজেকে আরেকজনের কাছে অনেকটা বেশি ‘ভালনারেবল’ করে তোলা। ডেটিং-এ আমাদের কাছে এখন প্রচুর বিকল্প। প্রেম ভেঙে যাওয়ার পর থেকে অন্য একটা নতুন প্রেমের মাঝে ‘হিলিং পিরিয়ড’-এর সেভাবে প্রয়োজন হয় না। ওই ‘হিলিং পিরিয়ড’-টাই যেন একটা নতুন প্রেম। টিন্ডার (Tinder App) থেকে শুরু করে আরও একগুচ্ছ অ্যাপ রয়েছে নিজের পছন্দের মানুষকে খুঁজে নেওয়ার জন্য। আর এই পুরো বিষয়টার মাঝে একটা মজার জিনিস উঠে আসছে: ‘ড্রাই ডেটিং’।

কথাটা শুনতে আপাতদৃষ্টিতে আজগুবি মনে হলেও, ‘ড্রাই ডেটিং’ আজকের দিনে অন্যতম আলোচ্য বিষয়গুলির মধ্যে একটা। অনেক তথ্য আর প্রমাণ পর্যালোচনা করার পর এই ‘টার্মিনোলজি’ নিজের একটা জায়গা করে নিয়েছে। ‘বাম্বল’ (Bumble) নামক ডেটিং অ্যাপের রিলেশনশিপ এক্সপার্ট শাহজিন শিবদাসানির মতে, আপনার অ্যালকোহল বেছে না-নেওয়াটা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি বহন করে সব সময়। এটা বোঝায় যে আপনি দায়িত্ববান মানুষ আর আপনার সঙ্গে একটা লং-টার্ম সম্পর্ক শুরু করা যেতে পারে। আসলে অ্যালকোহল সেবনের পর মানুষের কাছে আসাটা অধিকাংশ ক্ষেত্রেই ‘হুকআপ’-এর আকার নিয়ে ফেলে।

ড্রাই ডেটিং ঠিক কী?

সহজ কথায় বললে, যে ডেটে আপনি অ্যালকোহল সেবন করবেন না, সেটাই ড্রাই ডেট। বাম্বল-এর তরফে করা এক সমীক্ষা থেকে দেখা গিয়েছে, ৫১ শতাংশ ভারতীয় যাঁরা এখনও সিঙ্গল, তাঁরা ড্রাই ডেটে যাওয়াই বেশি পছন্দ করেন। আরও মজার বিষয় কী জানেন? ৩২ শতাংশ ভারতীয় যাঁরা সিঙ্গল, তাঁরা প্যান্ডেমিকের সময় অ্যালকোহল সেবনের পরিমাণ কমিয়ে এনেছেন। তাঁরা জানিয়েছেন, অতিমারীর সময়ই বুঝেছেন যে অ্যালকোহলের প্রতি তাঁদের আসক্তি অনেকটা কমেছে।

আপনি বুঝি ভাবছেন এই ট্রেন্ডটা শুধু ভারতেই দেখা যাচ্ছে? মোটেই না। গোটা পৃথিবী জুড়ে মানুষজন প্যান্ডেমিক-পরবর্তী পর্যায়ে অ্যালকোহল সেবনের পরিমাণ কমিয়ে এনেছে। ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সারা পৃথিবীর জেন জ়েডই এখন ‘ড্রাই ডেটিং’ অর্থাৎ, ডেটে অ্যালকোহল সেবন এড়িয়ে যাওয়ার পক্ষপাতী। এমনকি, চলতি বছরের প্রথম মাসের একটি সমীক্ষায় দেখা যাচ্ছে যে, প্রায় ৪৩ শতাংশ ভারতীয় অ্যালকোহলের সেবন কমিয়ে এনেছেন।

কেন এমনটা হচ্ছে?

ড্রাই ডেটিং-এর মাত্রা এই মুহূর্তে এত বেড়ে যাওয়ার কারণ হিসেবে দিল্লির কর্পোরেট ম্যানেজার অনুকৃতি শুক্লা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আজকের দিনে ডেটের মূল বিষয় হল, আপনি কখনওই চাইবেন না যে আপনার ডেট জানতে পারুক যে আপনি অ্যালকোহল সেবন করতে চাইছেন, তা-ও আবার প্রথম ডেটেই। আসলে একবার গোটা ব্যাপারটার মধ্যে অ্যালকোহল এসে গেলেই, নানা ধরনের অনভিপ্রেত আলোচনা শুরু হতে থাকে। আর আপনি স্বভাবতই সেগুলো এড়িয়ে যেতে চাইবেন।

এই একই বিষয়ে রবি মিত্তাল, যিনি একটি ডেটিং অ্যাপের সিইও জানিয়েছেন, যখন বিষয়টা অনলাইন ডেটিং-এর, তখন একজন পুরুষের থেকে একজন নারীর সঙ্কোচের মাত্রা অনেকটাই বেশি। কারণ পুরুষের তুলনায় মহিলাদের অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। এছাড়াও মহিলাদের একাংশ জানিয়েছেন যে অনলাইন ডেটিংয়ে আজকাল শুধুমাত্র ক্যাজুয়াল হুক-আপ বা ফ্লিং হয় না, অনেকেই ব্যাপারটা সিরিয়াস রিলেশনশিপের দিকে এগিয়ে নিয়ে যান। সততার জায়গা থেকে বিচার করে প্রায় ৬৪ শতাংশ মহিলা অনলাইন ডেটিংকে নিরাপদ মনে করেন।

গুরগাঁওয়ের এক সংস্থার এইচআর সারিকা বাত্রা ড্রাই ডেটিং নিয়ে দারুণ মতামত দিয়েছেন। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘করোনাকালে আমি এক পুরুষের সঙ্গে অনলাইন অ্যাপ মারফত যোগাযোগ করি। আমরা কোনও বার-এ ডেটটা করিনি। কারণ, অ্যালকোহল আমার চিন্তা ভাবনাকে প্রভাবিত করুক কিংবা আমার উদ্বেগ বাড়িয়ে তুলুক, সেটা চাইনি।’ দিল্লির সফটওয়্যার ইঞ্জিনিয়র করণ ঝা জানিয়েছেন, তিনি বুঝতে পেরেছেন যে বারে বসে কারও সঙ্গে সময় কাটানোর মধ্যে বিশেষ মজা নেই। কারণ অধিকাংশ ক্ষেত্রেই নেশাগ্রস্ত অবস্থায় মানুষ যা আলোচনা করে, তা তাদের মনেই থাকে না।

সুতরাং, দেখতেই পাচ্ছেন, কীভাবে সমগ্র জেন জেড ‘ড্রাই ডেটিং’-এ মজেছে। তাই, এবারের ভ্যালেন্টাইনস ডে তে আপনার ডেটকে নিয়ে একটু অন্যভাবে ক্যাফেতে বা পার্কে আড্ডা দিন। শাহজিন শিবদাসানির মতে, আমরা কেউই চাই না, একজন প্রথম ডেটে আমাদের সম্পর্কে সবটা জেনে যাক। অ্যালকোহল সেবন করলে সাধারণত সেটার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তাই-ই প্রথম ডেটটা পার্কে বা ক্যাফেতেই করুন। প্রথম ডেটে আগের সম্পর্কগুলো নিয়ে আলোচনা একেবারেই করবেন না। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল, আপনার ইচ্ছেগুলো নিয়ে সৎ থাকুন।

অলংকরণ-  অভীক দেবনাথ

আরও পড়ুন: Valentine’s Day: টিন্ডার-প্রেম… App মুঝে অচ্ছে লগনে লগে

Next Article
Valentine’s Day: ‘আসুন, ভালবাসার দিনে ভালবাসাকে আরামে নিঃশ্বাস নিতে দিই…’
Valentine’s Day: একতরফা প্রেম কি শুধুই মনখারাপ ডেকে আনে? নাকি তা জোরও দেয় মানসিকভাবে?