দক্ষিণ কলকাতায় চলছে একুশে বই উৎসব। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে গত ১৮ ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় যে এবার তিলোত্তমার বুকে অনুষ্ঠিত হবে একুশে বই উৎসব।
এই একুশে বই উৎসবের উদ্বোধন হয়েছে গত ২১ ফেব্রুয়ারি। অর্থাৎ গত রবিবার আন্তর্জাতিক ভাষা দিবসের দিনই শুরু হয়েছে এই অভিনব বই উৎসব। চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত যাদবপুরের তালতলা মাঠে চলবে এই বই উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল বাশার, সুবোধ সরকার, প্রচেত গুপ্ত প্রমুখ।
উদ্যোগক্তারা জানিয়েছেন, বর্তমান সময়ে নিজেদের সাহিত্য, সংস্কৃতি, নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন খুব বেশি করে অনুভূত হচ্ছে। সেই কারণেই এই প্রচেষ্টা এবং মাতৃভাষার সম্মান রক্ষার জন্য যাঁরা গুলি, বেয়নেটের সামনে নিজেরা বারবার বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তাঁদের স্মৃতির প্রতি এই ‘একুশে বই উৎসব’ উৎসর্গীকৃত।”
একুশে বই উৎসবে থাকবে পশ্চিমবঙ্গের নামি বাংলা ও ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টল এবং সরকার পোষিত প্রকাশনা সংস্থাও। এ ছাড়াও থাকবে প্রতিবেশী বাংলাদেশের বইও। প্রতিদিন বিকেলে থাকছে বাংলা ভাষা চর্চা, বাংলা ভাষার জন্য সংগ্রাম, বাংলা সাহিত্য, সংস্কৃতি সম্পর্কিত বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনাসভা।
ইতিমধ্যেই শহরের বইপ্রেমীরা ভিড় জমিয়েছেন, এই বই উৎসবে। আট থেকে আশি, সব বয়সের মানুষের উৎসাহই চোখে পড়ার মতো। বড়দের পাশাপাশি হাতে বই তুলে নিয়েছে খুদেরাও।