Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shreya Ghoshal: বদলে গেল শ্রেয়া ঘোষালের গলা, ‘এ কি সত্যিই আপনি’?

Shreya Ghoshal: তাঁর গলায় যেন মধু গলে পড়ছে। সাক্ষাৎ মা সরস্বতীর আশীর্বাদ রয়েছে তাঁর উপর--- ভক্তদের বক্তব্য এমনটাই। কথা হচ্ছে শ্রেয়া ঘোষালের। সেই শ্রেয়া ঘোষাল এমন গলাও করতে পারেন! তাঁর 'বদলে যাওয়া' গলা শুনে হাসি কিছুতেই চাপতে পারছেন না ভক্তরা।

Shreya Ghoshal: বদলে গেল শ্রেয়া ঘোষালের গলা, 'এ কি সত্যিই আপনি'?
শ্রেয়া ঘোষাল।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 07, 2023 | 2:48 PM

তাঁর গলায় যেন মধু গলে পড়ছে। সাক্ষাৎ মা সরস্বতীর আশীর্বাদ রয়েছে তাঁর উপর— ভক্তদের বক্তব্য এমনটাই। কথা হচ্ছে শ্রেয়া ঘোষালের। সেই শ্রেয়া ঘোষাল এমন গলাও করতে পারেন! তাঁর ‘বদলে যাওয়া’ গলা শুনে হাসি কিছুতেই চাপতে পারছেন না ভক্তরা। নায়িকাকে এমনটা করতে তো আগে কোনওদিনই দেখেননি তাঁরা। এক রিয়ালিটি শো-এ এই সিজনে বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে শ্রেয়া ঘোষালকে। ওই রিয়ালিটি শো-য়েই সহ বিচারকের ভূমিকায় রয়েছেন বিশাল দাদলানি। সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রাম থেকে ওই শো’র সেট থেকেই এক ভিডিয়ো শেয়ার করেছিলেন বিশাল।

পাশেই বসে ছিলেন শ্রেয়াও। বাচ্চাদের গলা অনুকরণ করে সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাতে দেখা গেল তাঁকে। যা দেখে নেটিজেনরা হেসেই খুন। শুধু গানই নন, গায়িকা যে মজাও করতে পারেন পুরোদস্তুর, সে প্রমাণই যেন পেলেন তাঁরা।

এ তো গেল মজার কাণ্ড। কিছু দিন আগেই ওই রিয়ালিটি শো-য়েই হাউহাউ করে কাঁদতে দেখা গিয়েছে শ্রেয়াকে। নেপথ্যে এক দৃষ্টিহীন ভক্তের দরদী গান। দৃষ্টিশক্তিহীন ওই প্রতিযোগী গান ধরেছিলেন ‘লগন’ ছবির সেই আইকনিক ‘ও পালনহারে’– যা ছবিতে গেয়েছিলেন লতা মঙ্গেশকর ও উদিত নারায়ণ। প্রতিযোগীর জেদ, জীবন সংগ্রাম দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি শ্রেয়া। ফুঁপিয়ে কেঁদে ওঠেন তিনি। তাঁকে দেখে চোখ ভিজেছিল তাঁর ভক্তদের। সবাই একবাক্য বলে উঠেছিলেন, “এভাবে ভাঙতে আগে কোনওদিনই দেখিনি গায়িকাকে”। এই মুহূর্তে বলিউডে প্রথম সারির গায়িকা শ্রেয়া। শুধু দেশেই নয়, বিদেশেও তাঁর ভক্ত ছড়িয়ে। নিজের যোগ্যতার জেরে ছোট বয়সেই নিজেকে প্রমাণ করেছেন শ্রেয়া। লতা-আশার লিগাসিকে এগিয়ে নিয়ে যাচ্ছে একই রকম দক্ষতায়।

View this post on Instagram

A post shared by VISHAL (@vishaldadlani)