কিশোর কুমারের গান গেয়ে ট্রোলিংয়ের মুখে নেহা-হিমেশ

শ্রোতাদের বড় অংশের আপত্তি হিমেশ এবং নেহার গায়কী নিয়ে। যে ভঙ্গিতে তাঁরা এবং কয়েক জন প্রতিযোগী কিশোর কুমারের গান গেয়েছেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়।

কিশোর কুমারের গান গেয়ে ট্রোলিংয়ের মুখে নেহা-হিমেশ
নেহা কক্কর এবং হিমেশ রেশমিয়া।
Follow Us:
| Updated on: May 10, 2021 | 10:04 PM

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২-এর মঞ্চে কিশোর কুমার স্মরণ। বিচারকের আসনে নেহা কক্কর (Neha Kakkar) এবং হিমেশ রেশমিয়া (Himesh Reshammiya) ছিলেন। সঙ্গে বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন কিশোর পুত্র গায়ক তথা সঙ্গীত পরিচালক অমিত কুমার। সুন্দর ভাবে বিশেষ এপিসোড ডিজাইন করেন নির্মাতারা। কিন্তু তা ওয়েব অডিয়েন্সের একটা বড় অংশের একেবারে পছন্দ হয়নি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রোলিং শুরু হয়ে যায়।

শ্রোতাদের বড় অংশের আপত্তি হিমেশ এবং নেহার গায়কী নিয়ে। যে ভঙ্গিতে তাঁরা এবং কয়েক জন প্রতিযোগী কিশোর কুমারের গান গেয়েছেন, তা নিয়ে সমালোচনা শুরু হয়।

ইন্ডিয়ান আইডল ১২-এর এই বিশেষ এপিসোড নিয়ে প্রচুর মিম শেয়ার হয়েছে। কেউ ছবির মাধ্যমে দেখিয়েছেন, এই শো-এর গান শুনলে শ্রোতার কান থেকে রক্তপাত হচ্ছে। কেউ বন্ধ করার অনুরোধ করেছেন। কেউ বিচারক হিসেবে শ্রেয়া ঘোষালকে ফেরত চেয়েছেন। হিমেশ এবং নেহা কার্যত কিশোর কুমারের স্বর্ণযুগের গানকে গলা টিপে খুন করেছেন, এমনও বক্তব্য ধরা পড়েছে কোনও মিমে।

এই গোটা বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি নেহা বা হিমেশ। সূত্রের খবর, সোশ্যাল ট্রোলিংকে তেমন পাত্তা দিতে নারাজ নির্মাতারাও।

আরও পড়ুন, সলমন খানের পরিবারে করোনার হানা, আক্রান্ত কারা?