AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Idhika-Shakib: ওঁর সঙ্গে কাজ করতে পারব ভেবেই দারুণ লাগছে, সেটে গিয়েই কথা হবে: শাকিবের ‘প্রিয়তমা’ ইধিকা

Inside Story: বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি বুবলীর সঙ্গে ইদে মুক্তি পেয়েছে তাঁর সাম্প্রতিক ছবি 'লিডার আমিই বাংলাদেশ'। যা বক্স অফিসে সাড়াও ফেলেছে। 'প্রিয়তমা'তেও একটা সময় অভিনয় করার কথা ছিল বুবলীর।

Idhika-Shakib: ওঁর সঙ্গে কাজ করতে পারব ভেবেই দারুণ লাগছে, সেটে গিয়েই কথা হবে: শাকিবের 'প্রিয়তমা' ইধিকা
| Edited By: | Updated on: May 09, 2023 | 8:32 PM
Share

ইধিকা পাল। দুই বাংলার সিনে দুনিয়ায় তিনিই এখন চর্চিত চরিত্র। শাকিব খানের ‘প্রিয়তমা’ কলকাতার মেয়ে ইধিকা মঙ্গলবার পৌঁছে গিয়েছেন ঢাকা। ১১ তারিখ থেকেই শুরু করে দেবেন হিমেল আশরাফ পরিচালিত নতুন ছবি ‘প্রিয়তমা’র শুটিং। ঢাকায় পৌঁছে TV9 বাংলা ডিজিটালকে ইধিকা জানিয়েছেন, এক মাস আগে এই ছবিতে কাজ করার কথা পাকা হওয়ার পর থেকেই তাঁর জীবনে নাটকীয় পরিবর্তন এসেছে।

আসলে শুরুটা হয়েছিল এক মাস আগেই। যদিও বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে কোনও যোগাযোগ এর আগে ছিল না বলে দাবি করেছেন অভিনেত্রী। তিনি বলেন, “পরিচালকের টিম থেকে প্রথম ফোন এসেছিল।” তারপর পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে আলোচনার কিছুদিন পরেই সিদ্ধান্ত নেন শাকিবের নায়িকা হিসেবে কাজ করার। এপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ ইধিকা। ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ দিয়ে হাতেখড়ি হয় তাঁর। ‘কপালকুণ্ডলা’য় ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করেছিলেন ইধিকা। ‘রিমলি’ ধারাবাহিকে নাম ভূমিকায় ও ‘পিলু’ সিরিয়ালে রঞ্জা চরিত্রেও নজর কেড়েছিলেন ইধিকা।

যদিও ধারাবাহিকগুলো বেশিদিন সম্প্রচারিত হয়নি। অবশেষে বাংলাদেশে বিগ ব্রেক। এ প্রসঙ্গে ইধিকার সাফ জবাব, “ধারাবাহিকগুলোর মেয়াদ কম ছিল ঠিকই, তবে দর্শকের ভালবাসায় খামতি ছিল না। সাফল্যের পথ কখনওই মসৃণ হয় না জানি, তাই হতাশ হয়ে পড়িনি কখনওই। আর বাংলাদেশে কাজের সুযোগ। এর আগে কলকাতাতেও বড় পর্দায় কাজ করেছি। যদিও শুটিং শেষ হয়নি; তাই কিছু বলতে পারছি না এখন। তবে বাংলাদেশে এবং শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সত্যি উত্তেজিত বোধ করছি।”

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। সম্প্রতি বুবলির সঙ্গে ইদে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। যা বক্স অফিসে সাড়াও ফেলেছে। ‘প্রিয়তমা’তেও একটা সময় অভিনয় করার কথা ছিল বুবলির। বছর পাঁচেক আগেই ছবির ঘোষণা করা হয়েছিল। তবে সময় যত গড়িয়েছে, ততই সিনেমাটি নিয়ে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। বছর তিনেক আগে শাকিব খান নিজেই জানিয়েছিলেন, বুবলি আর থাকছেন না প্রিয়তমায়। তখন নায়িকা হিসেবে নতুন কাউকে নেওয়ার কথা বলেছিলেন তিনি। এক বছর ধরে এ সিনেমার জন্য শাকিবের বিপরীতে নায়িকা খোঁজা হচ্ছিল। মনে করা হচ্ছিল, বাংলাদেশের কেউ প্রিয়তমার নায়িকা হবেন। তবে সম্প্রতি পরিচালক হিমেল আশরাফ ঢাকায় জানান, কলকাতার ইধিকা পালই হচ্ছেন শাকিবের ‘প্রিয়তমা’।

এরপর থেকেই দুই বাংলায় চর্চার কেন্দ্রে ইধিকা। শাকিব খান-এর সঙ্গে শুধুই পরিচয় সেরেছেন ইধিকা, এখনও সেভাবে কথা হয়নি। শুটিং ফ্লোরেই প্রথমবার বিস্তারিত কথা হবে বলে জানালেন তিনি। ওপার বাংলায় ছবির মাধ্যমে ডেবিউ হলে যদি কলকাতায় ছবির প্রস্তাব না পান? যদি শুধুই বাংলাদেশে ছবি করার প্রস্তাব পান তাহলে কী করবেন ইধিকা? সেই প্রশ্নে বলেন, “কাজ ভালবাসি, তাই কাজ যেখানকারই হোক, ভাল হলে নিশ্চয়ই কাজ করার চেষ্টা করব। ভবিষ্যতে কী হবে বা কী ভাবব, এরকম পরিস্থিতি হলে কী হবে সত্যিই ভাবছি না এখন। আর এপার বাংলার কেউ ওপর বাংলায় এসে কাজ করা তো ভাল বিষয়।” ১১ তারিখ থেকে টানা এক মাস ইধিকা শুটিং করবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যা হয়তো নতুন মাইলস্টোন তৈরি করবে তাঁর জীবনে।