‘পর্নস্টার ফ্রম কলকাতা’ বলছেন, “নিজের ইচ্ছেয় অভিনয় না-করলে সেই এক্সপ্রেশনই আসবে না”

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: utsha hazra

Updated on: Aug 01, 2021 | 4:14 PM

‘গুপ্ত’ পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছু জানলেও কিছু বলতে পারবেন না বলে জানালেন অ্যাঞ্জেল। “আমি কাজ করতে চাই। আরও নামযশ করতে চাই। আমি কিছু ফাঁস করলে আমাকে ছুঁড়ে ফেলে দেবে,”

প্রীতম দে

“আমি গর্ব করে বলি আমি একজন পর্নস্টার।”

সগর্বে নিজেকে যিনি ‘পর্নস্টার’ বলতে এতটুকুও দ্বিধাবোধ করেন না, তিনি এক বঙ্গললনা। ‘পর্নস্টার ফ্রম কলকাতা’—সংক্ষেপে এটাই তাঁর পরিচয়। পর্ন-কাণ্ডে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ধৃত রাজ কুন্দ্রার বিরুদ্ধে যখন একের পর এক অভিযোগ উঠছে, তখন এই বঙ্গললনার সাফ বক্তব্য, “নিজের ইচ্ছেয় অভিনয় না-করলে সেই এক্সপ্রেশনই আসবে না।” ‘জোর করে’ পর্নোগ্রাফিক ফিল্মে অভিনয় করানোর অভিযোগ তাই ফুৎকারে উড়িয়ে দেন এই ‘অভিনেত্রী’, “এরকম অভিযোগ কেউ করলে সেটা পুরোপুরি মিথ্যে।”

সাউথ আফ্রিকায় শুট হওয়া একটি আন্তর্জাতিক রিয়্যালিটি শো-এ এই ‘পর্নস্টার ফ্রম কলকাতা’-র পরিচয় ছিল: অ্যাঞ্জেল ভাণ্ডারি। অ্যাঞ্জেলের কথায়, “আমি গর্ব করে বলি আমি একজন পর্নস্টার। কিন্তু ভারতে বসে কোনও সাইটে আমায় পাবেন না।” কেন? অ্যাঞ্জেলের উত্তর, “আমি ব্লক করে রেখেছি। কারণ বিদেশে সম্মান দেওয়া হয়। এখানে সেটা ঠিক উল্টো।”

দক্ষিণ কলকাতার বাসিন্দা অ্যাঞ্জেল এখন থাকেন মুম্বইয়ে। পড়েছেন নামী স্কুলে। তারপর নিজেই বেছে নিয়েছেন পছন্দের ‘পেশা’: পর্নোগ্রাফি। না, কেউ জোর করেনি অ্যাঞ্জেলকে।

অল্প সময়ে অনেকটা উপার্জন। পর্নো করার পিছনে এই দ্রুত রোজগারের ইচ্ছেটা হয়তো একটা কারণ অবশ্যই। কিন্তু যদি কেউ বলে জোর করে ইচ্ছের বিরুদ্ধে এ কাজ করিয়ে নিয়েছে, যেমনটা অভিযোগ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী ধৃত রাজ কুন্দ্রার বিরুদ্ধে? এই প্রসঙ্গেই অ্যাঞ্জেলের স্পষ্ট উত্তর, “না, এটা হতেই পারে না। আগেও বলেছি। আবারও বলছি নিজের ইচ্ছেয় অভিনয় না-করলে সেই এক্সপ্রেশনই আসবে না। এরকম অভিযোগ কেউ করলে সেটা পুরোপুরি মিথ্যে।” সঙ্গে অ্যাঞ্জেলের সংযোজন, “ন্য়ুড শুট কখনও কাউকে জোর করে করা যায় না। জোর করে করা হলে তার অভিনয়ের মধ্যে সেটা প্রকাশ পাবেই। ন্য়ুড শুট বলা সহজ, কিন্তু করা কঠিন। কারণ সবাই দেখছে। ক্যামেরা রয়েছে। সেখানে ইজ়ি হতে গেলে স্ব-ইচ্ছে ছাড়া হয় না। আমি নিজে করেছি বলেই কথাগুলো জোর দিয়ে বলতে পারি।”

‘গুপ্ত’ পর্ন ইন্ডাস্ট্রি নিয়ে অনেক কিছু জানলেও কিছু বলতে পারবেন না বলে জানালেন অ্যাঞ্জেল। “আমি কাজ করতে চাই। আরও নামযশ করতে চাই। আমি কিছু ফাঁস করলে আমাকে ছুঁড়ে ফেলে দেবে,” বলছেন ‘পর্নস্টার ফ্রম কলকাতা’।

“সানি লিওনি ভাল কারণ আমরা বিলেত ফেরত যে কোনও কিছুই সাদরে গ্রহণ করি। অবশ্য সমালোচনা সানিরও হয়েছে। এখন আর তিনি পর্ন জগতের সঙ্গে যুক্ত নন। কিন্তু রাজ কুন্দ্রা ইরোটিক করেছেন বলে অভিযোগ করা হচ্ছে,” বললেন অ্যাঞ্জেল। সঙ্গে ছুড়ে দিলেন পাল্টা প্রশ্ন: “ইরোটিক আর পর্ন-এর তফাৎ বোঝেন তো?”

আরও পড়ুন: শার্লিনের জামিনের আবেদন খারিজ, মানহানির মামলা দায়ের শিল্পার

Follow us on

Click on your DTH Provider to Add TV9 Bangla