Arijit Singh: শহরে এলে কি চলচ্চিত্র উৎসবের মঞ্চে লাইভ গাইবেন অরিজিৎ সিং?
Arijit Singh in 29th KIFF: প্রসঙ্গত প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থিম মিউজিক বাজানো হত। তবে এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় থিম সঙ্গীত গেয়েছেন অরিজিৎ সিং। এই থিম সঙ্গীত লিখেছেন শ্রীজাত, সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চিত্রনাট্য করেছেন প্রেমেন্দুবিকাশ চাকি।
২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুভ সূচনা হতে চলেছে আগামিকাল, ৫ই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ইতিমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্লোগান ‘বিশ্ব সিনেমার বঙ্গভ্রমণ’। প্রতি বছরের মতো এ বছর ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনালগ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারকাখচিত হয়ে উঠবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মঞ্চ। বলিউড থেকে টলিউড এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের সিনেমাশিল্পীরা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। যার মাধ্যমে বিশ্বের দরবার থেকে আসা নানা অভ্যাগতদের কাছে বাংলার সংস্কৃতি ও কৃষ্টি প্রকাশ পায়।
সূত্রের খবর অনুযায়ী, ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনায় ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর ‘দীক্ষা মঞ্জরি’র শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। এ ছাড়াও কলকাতার নামকরা শিল্পীদের সাত থেকে আট জন মিলে সঙ্গীতানুষ্ঠান পরিবেশন করবেন। এই শিল্পীদের মধ্যে রয়েছেন ইমন চক্রবর্তী, মনোময় ভট্টাচার্য, অদিতি মুন্সি-সহ অনেকে। যদিও গায়িকা-বিধায়ক অদিতি TV9 বাংলাকে জানিয়েছেন, তাঁকে ‘ভয়েস রেস্ট’ নিতে বলা হয়েছে। যষ্টিমধু, কাবাবচিনি খাচ্ছেন তিনি সকালবেলা খালি পেটে। এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সঙ্গীত গেয়েছেন অরিজিৎ সিং। আপাতত যা খবর তাতে, তাঁরও আসার সম্ভবনা রয়েছে। তিনি এলে অবশ্যই থিম সং স্টেজে লাইভ গাইতে পারেন।
প্রসঙ্গত প্রতি বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে থিম মিউজিক বাজানো হত। তবে এই বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় থিম সঙ্গীত গেয়েছেন অরিজিৎ সিং। এই থিম সঙ্গীত লিখেছেন শ্রীজাত, সুর করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। চিত্রনাট্য করেছেন প্রেমেন্দুবিকাশ চাকি।
সব মিলিয়ে জমজমাট ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই বছর জাতীয় ও আন্তর্জাতিক তারকা ও অভ্যাগতদের অভ্যর্থনার দায়িত্বে রয়েছেন টলিউডে ইন্ডাস্ট্রির অভিভাবক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূচনা ছবি হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার ও তনুজা অভিনীত ‘দেয়া-নেয়া’। এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। শহর জুড়ে ২৩টি প্রেক্ষাগৃহে দেখানো হবে ২১৯টি সিনেমা। সব মিলিয়ে সিনেমা পুজোয় মেতে থাকবে কলকাতার সিনেপ্রেমী মানুষ। আগামী ১২ ডিসেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে হাজির থাকার কথা বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারির।