Kiran Dutta: ‘বিয়ে’ করছেন কিরণ দত্ত? তাই কি দার্জিলিংয়ে প্রি-ওয়েডিং ভিডিয়ো করলেন শুট?
The Bong Guy: ক্যাপশনে কিরণ লিখেছেন, "প্রি ওয়েডিং ভিডিয়ো আপলোড হয়ে গিয়েছে।" 'প্রি ওয়েডিং' (Pre-wedding)! অর্থাৎ যে ভিডিয়ো বর-কনে শেয়ার করেন বিয়ের ঠিক আগে! এই পোস্ট হওয়ার ঠিক পরপরই শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। নেটিজ়েনরা ধরেই নেন, তা হলে বিয়ে করতে চলেছেন কিরণ দত্ত।

সম্প্রতি দার্জিলিংয়ে বেড়াতে গিয়েছেন বাংলার অন্যতম জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত। কিন্তু তিনি একা যাননি। সঙ্গে গিয়েছেন তাঁর প্রেমিকা অন্তরা নয়না রায় মজুমদার। সেখানে গিয়ে একটি ভিডিয়ো তৈরি করেছেন কিরণ। সোমবার সন্ধ্যায় সেই ভিডিয়ো পোস্ট হতেই শুভেচ্ছাবার্তার বন্যা হয়ে যায় কিরণের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে। কী ছিল সেই ভিডিয়োতে?
কিরণের শেয়ার করা ভিডিয়োটি ইউটিউবার ট্যাগ করেছেন তাঁর প্রেমিকা অন্তরাকেও। থাম্বনেলে লাল কমলা সোয়েটার পরা গলায় মাফলার জড়ানো কিরণের পাশে মাটিতে বসে অন্তরা। টাইটেলে লেখা ‘পাহাড়ে প্রেম’। স্বাভাবিকভাবেই। প্রেমিকাকে নিয়ে গিয়েছেন যখন, পাহাড়ে রোম্যান্স হতেই হবে। এ পর্যন্তও ঠিক ছিল। কিন্তু ভিডিয়োটি শেয়ার করে যে ক্যাপশন কিরণ দিয়েছেন, তা দেখেই সক্কলের চোখ কপালে আটকে গিয়েছে। নেটপাড়ায় হইচই আরকী!
ক্যাপশনে কিরণ লিখেছেন, “প্রি ওয়েডিং ভিডিয়ো আপলোড হয়ে গিয়েছে।” ‘প্রি ওয়েডিং’ (Pre-wedding)! অর্থাৎ যে ভিডিয়ো বর-কনে শেয়ার করেন বিয়ের ঠিক আগে! এই পোস্ট হওয়ার ঠিক পরপরই শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে কমেন্ট বক্সে। নেটিজ়েনরা ধরেই নেন, তা হলে বিয়ে করতে চলেছেন কিরণ এবং অন্তরা।
সত্যিই কি তাই, নাকি কিরণের অন্যান্য ভিডিয়োগুলোর মতো এটিও কোনও প্র্যাঙ্ক। স্রেফ মজা? কমেন্ট বক্সে সকলের শুভেচ্ছাবার্তা দেখে আর চুপ থাকতে পারেননি অন্তরাও। তিনিও লিখেছেন, “সবাই আবার শুভেচ্ছা জানাচ্ছে কেন?” সঙ্গে উলটো মাথার হাসি মুখের স্মাইলিও পোস্ট করেছেন তিনি। তা হলে সত্যি কি বিয়ে করছেন কিরণ? এই ভিডিয়ো কি সেই আভাসই দিল? বলবে সময়। তবে দার্জিলিংয়ের ভিডিয়োতে তাঁর এবং অন্তরার দারুণ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে। বলাই বাহুল্য, পাহাড়ের রানি তাঁদের অনেক আনন্দ দিয়েছে।
এ ব্যাপারে কিরণ দত্তকে যোগাযোগ করা হলে তাঁর দুটি নম্বরই ‘সুইচড অফ’ অবস্থায় পাওয়া যায়।





