AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jennifer Lopez: প্রাক্তন সম্পর্ক ফের সজীব! ১৭ বছর পর একসঙ্গে জেনিফার-বেন

২০০২ সালে, জেনিফার অভিনীত ‘গিগলি’–‘জার্সি গার্ল’-এর সহ-অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ২০০৩ সালে তাঁদের বিয়ের আগে, সম্পর্কের বিচ্ছেদও হয়ে যায়।

Jennifer Lopez: প্রাক্তন সম্পর্ক ফের সজীব! ১৭ বছর পর একসঙ্গে জেনিফার-বেন
জেনিফার।
| Edited By: | Updated on: Jul 25, 2021 | 11:52 AM
Share

গতকাল থেকে সোশ্যাল মিডিয়া আর শান্ত নেই। অন্যতম কারণ জেনিফার লোপেজ তাঁর  ৫২তম জন্মদিনে একেবারে অফিশিয়াল করে দিলেন তিনি বেন অ্যাফ্লেকের সঙ্গেই ফের সম্পর্কে জুড়তে চলেছেন। নিজের জন্মদিনে এক গুচ্ছ ছবি পোস্ট করেছেন নিজের ইনস্টা ওয়াল থেকে স্টোরিতে। সে সব ছবির মধ্যে একটিতে দেখা যাচ্ছে বেন তাঁর প্রেমিকাকে চুমু খাচ্ছেন।

অভিনেত্রী এবং তাঁর প্রাক্তন ফিয়ান্সে চলতি বছরে প্রথম দিকে প্রেম পর্ব আবার নতুন করে শুরু করেন। বেশ কয়েকদিন আগে তাঁদেরকে জিম সেশনে চুমু খেতেও দেখা যায়, সে সময়ে সেই ছবি নিয়ে বেশ শোরগোলও পড়ে যায়। জেনিফার তাঁর বিশেষ দিনে, একটি ইয়টে আটচল্লিশ বছর বয়সী বেন আফলেকের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করেছেন।

View this post on Instagram

A post shared by Jennifer Lopez (@jlo)

প্রথম কয়েকটি ছবিতে একটি লাল বিকিনিতে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন জেনিফার। জড়িয়ে রেখেছেন একটি শ্রাগে। অ্যালবামের শেষ ছবিটিতে জেনিফার লোপেজ এবং বেন অ্যাফ্লেক ইয়টের উপর আবেগমাখানো চুম্বন দৃশ্য দেখতে পাবেন। পোস্টটিতে প্রতিক্রিয়া জানিয়ে প্রযোজক ইলেইন গোল্ডস্মিথ থমাস কমেন্টে লেখেন, ‘আমি বলতে চাইছি আপনি যদি ইনস্টাগ্রামে অফিশিয়াল করতে চান জেনিফার লোপেজের মতো করুন।’ শিল্পী সারা শাকিল মন্তব্য করেছেন: ‘আমরা এর জন্য বেঁচে আছি’।

ছবিটি ক্লিক করেছেন আনা কার্বাল্লোসা। যিনি এর আগেও জেনিফারের সঙ্গে কাজ করেছেন। অভিনেত্রী ছবির  ক্যাপশনে লেখেন— ‘৫ ২ … কী করতে পারি ….’। আলাদা এক পোস্টে বেন অ্যাফ্লেকের রেকর্ড করা নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। ব্যাকগ্রাউন্ডে, আপনি বেনের হাসিও শুনতে পারবেন। ক্যাপশনে লেখেন “এটি আমার জন্মদিন … ৫ ২ … কী করতে পারি’।

View this post on Instagram

A post shared by Jennifer Lopez (@jlo)

২০০২ সালে, জেনিফার অভিনীত ‘গিগলি’–‘জার্সি গার্ল’-এর সহ-অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ২০০৩ সালে তাঁদের বিয়ের আগে, সম্পর্কের বিচ্ছেদও হয়ে যায়। তারপরে, জেনিফার, মার্ক অ্যান্থনি এবং বেন, জেনিফার গার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন (পরে সে বিয়ের অবসানও ঘটে)। বছরের শুরুতে এই জুটি তাঁদের রোম্যান্সকে আবার উজ্জীবিত করে এবং এপ্রিলে দম্পতি মনটানায় কয়েক দিন একসঙ্গে কাটান। জিমিং করার সময় তাঁদের একটি চুম্বনের দৃশ্য ইন্টারনেটে বেশ ভাইরাল হয়েও পড়ে।

আরও পড়ুন পরকীয়ার গুঞ্জন, ১৩ বছরের দাম্পত্যে চিড়! আলাদা থাকছেন বরখা-ইন্দ্রনীল: সূত্র