Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengali Cinema Halls: ‘কর্ণাটকের মতো আমাদের রাজ্যের সিনেমা হলে আসন ভর্তি থাকে না’, মাস্ক পরা প্রসঙ্গে বললেন প্রেক্ষাগৃহের মালিক

Covid 19-Masks: করোনা বাড়ছে। কলকাতার সিনেমা হলের পরিস্থিতি ঠিক কেমন? হল মালিকরা কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর থেকে কোনও নির্দেশ পেয়েছে আদৌ? খোঁজ নিল TV9 বাংলা।

Bengali Cinema Halls: 'কর্ণাটকের মতো আমাদের রাজ্যের সিনেমা হলে আসন ভর্তি থাকে না', মাস্ক পরা প্রসঙ্গে বললেন প্রেক্ষাগৃহের মালিক
বলিউড অভিনেত্রীরা সেভাবে এবছর চর্চায় থাকবেন না। তাঁদের ঘিরে জল্পনাও খুব একটা হতে দেখা যাবে না। রানি মুখোপাধ্যায় চলতি বছরের বেশ চর্চিত নাম হতে চলেছেন বলেও দাবি করেন এই সেলেব জ্যোতিষশাস্ত্রবিদ।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 27, 2022 | 6:21 PM

স্নেহা সেনগুপ্ত

মঙ্গলবার কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর জানিয়েছেন, সেই রাজ্য সিনেমা হল, স্কুল, কলেজে মাস্ক পরা হবে বাধ্যতামূলক। কেবল তাই নয়, নতুন বছরে পাব, রেস্তরাঁয় মাস্ক পরতে হবে। এছাড়াও, রাত ১টার মধ্যে নতুন বছরের অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। কর্ণাটক এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে। কলকাতার সিনেমা হলের পরিস্থিতি ঠিক কেমন? হল মালিকরা কি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর থেকে কোনও নির্দেশ পেয়েছে আদৌ? খোঁজ নিল TV9 বাংলা।

TV9 বাংলা কথা বলে প্রিয়া এবং নবীনা সিনেমা হলের মালিকের সঙ্গে। প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত বলেছেন, “মাস্ক পরা বাধ্যতামূলক করলে কতটা সাহায্য হবে জানি না। যাঁরা মাস্ক পরেন, তাঁদের কি করোনা সংক্রমণ হয়নি নাকি! আমাদের কলকাতা কিংবা পশ্চিমবঙ্গে মাস্ক পরে সিনেমা হলে যাওয়ার কথা এখনও ভাবা হচ্ছে না। দরকার নেই আসলে। সে রকম নির্দেশিকাও আসেনি। কর্ণাটক করছে তো কী হয়েছে। ওদের তো হল ভর্তি করে দর্শক সিনেমা দেখতে আসে। আমাদের তো সেটা থাকে না। আমাদের তো ৫%, ১০% দর্শক হলে সিনেমা দেখতে আসেন। ওদের তো ১০০০টা সিটের মধ্যে ১০০০টা সিটই ভর্তি থাকে।”

নবীনা সিনেমা হলের মালিক নবীন চোখানি বলেছেন, “হলে মাস্ক করে দর্শককে আসতে হবে, এমন কোনও নির্দেশিকা এখনও পর্যন্ত আমরা পাইনি। সে রকম আলোচনাও হয়নি এখনও। সেই আলোচনা চললে তো আমরা খবর পেতাম। তাছাড়া, এই সিদ্ধান্ত নেয় সরকার। তারা যদি মনে করেন এমন নির্দেশ জারি করবেন তা হলে কয়েক ঘণ্টার মধ্যেই নোটিস দিয়ে দিতে পারেন। মানুষও এখন যথেষ্ট সাবধানী। আমরা যদি নাও বলি, ওরা নিজেরাই মাস্ক পরবেন। “