Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sid-Kiara: নতুন পরিবারে এসেই বড় দায়িত্ব, সিদ্ধার্থের অসুস্থ বাবাকে নিয়ে ব্যস্ত কিয়ারা

Sid-Kiara: বিয়ে হয়েছে মাত্র কয়েক দিন। এরই মধ্যে মালহোত্রা পরিবারের 'বহু' (বৌমা) হওয়ার দায়িত্ব যে বেশ ভালভাবেই সামলাচ্ছেন কিয়ারা, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না

Sid-Kiara: নতুন পরিবারে এসেই বড় দায়িত্ব, সিদ্ধার্থের অসুস্থ বাবাকে নিয়ে ব্যস্ত কিয়ারা
সিদ্ধার্থের অসুস্থ বাবাকে নিয়ে ব্যস্ত কিয়ারা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 14, 2023 | 8:11 AM

বিয়ে হয়েছে মাত্র কয়েক দিন। এরই মধ্যে মালহোত্রা পরিবারের ‘বহু’ (বৌমা) হওয়ার দায়িত্ব যে বেশ ভালভাবেই সামলাচ্ছেন কিয়ারা, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। তাঁর ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে, যেহেতু বহুদিন ধরেই সিডের বাড়ির সঙ্গে আলাপ তাঁর, তাই তাঁর মতামতও বেশ গুরুত্ব পায় নতুন বাড়িতে। ভিডিয়োতেও সেই প্রমাণ মিলেছে। সিদ্ধার্থের বাবা সুনীল মালহোত্রার শরীর যে কিছু দিন ধরেই ভাল যাচ্ছে না সে খবর আগেই জানা গিয়েছে। এমনকি ছেলের সঙ্গীত অনুষ্ঠানের সময় তিনি এতটাই অসুস্থ হয়ে পড়েন যে ডাকতে হয় চিকিৎসক। মুম্বইয়ে যে দিন রিসেপশন ছিল সেদিনও শরীর ভাল ছিল না তাঁর। হুইলচেয়ারে করে অনুষ্ঠানের আসরে পৌঁছেছিলেন তিনি। ক্লান্ত চোখ মুখ, ফ্ল্যাশলাইটের ঝলকানি দেখে প্রৌঢ় মানুষটি যেন কিছুটা অপ্রস্তুতও। সেদিন হাজারও তারকা ওই রিসেপশনে এলেও প্রকৃত ছেলের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। বাবার যাতে কোনও অসুবিধে না হয়, তা নিশ্চিত করছিলেন তিনি। পিছিয়ে ছিলেন না কিয়ারাও। শ্বশুর মশাইয়ের যাতে সমস্যা না হয় তা তদারকি করছিলেন নিজে দাঁড়িয়ে থাকে। চারিদিকে ক্যামেরা, সবাই ছবি তোলার জন্য তাকাতে বলছেন। গ্ল্যামার দুনিয়ায় অনভ্যস্ত সারাজীবন সেনাছাউনিতে কাটানো প্রাক্তন সেনা অফিসার সিদ্ধার্থের বাবা যখন বুঝতে পারছিলেন না কোনদিকে তাকাবেন তখন তাঁর শিক্ষক হয়ে হাল ধরেন কিয়ারাই। বুঝিয়ে দেন কোনদিকে ক্যামেরা আছে। আর নতুন বৌমার এই ভঙ্গিমাই ভাল লেগেছে সকলের। হন না তিনি সেলিব্রিটি, দিনের শেষ তিনিও যে ‘ফ্যামিলি ম্যান (ও-ম্যান)’ সে প্রমাণই যেন মিলেছে।

রবিবার ১২ তারিখ মুম্বইয়ের পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজন করেছিলেন সিড-কিয়ারা। হাজির হয়েছিল গোটা বলিউড। সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আলিয়া ভাট থেকে শুরু করে শাহিদ-মীরা, শিল্পা শেট্টি, দিশা পাটানি কে ছিলেন না ওই জমজমাট আসরে। কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প। কিয়ারার আগের নাম ছিল আলিয়া। কাকতালীয়ভাবে সিদ্ধার্থের প্রাক্তন প্রেমিকা আবার ছিলেন আলিয়া ভাট। যদিও এখন রণবীরের সঙ্গে সুখের সংসার তাঁর। বলিউডে পা রাখার পর সলমন খান নাকি তাঁকে নাম বদলে নেওয়ার জন্য বলেছিলেন। সে সময় আলিয়া বলিউডে নাম করে নিয়েছেন। ভাইজানের যুক্তি ছিল একই ইন্ডাস্ট্রিতে দুই আলিয়া হয়ে গেলে আলাদা করে নিজের পরিচয় বানাতে পারবেন না কিয়ারা। সলমনের কথা মেনে আদপে লাভই হয়েছিল কিয়ারার। বর্তমানে বলিউডে অন্যতম ব্যস্ত অভিনেত্রী তিনি। পিছিয়ে নেই সিদ্ধার্থও।