Aindrila Sharma Death: ‘যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে’, ঐন্দ্রিলার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

Aindrila Sharma: বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল-প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Aindrila Sharma Death: 'যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে', ঐন্দ্রিলার মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
Follow Us:
| Edited By: | Updated on: Nov 20, 2022 | 4:40 PM

শোকস্তব্ধ গোটা বাংলা। চোখের জলে চিরবিদায় ঐন্দ্রিলা শর্মার। বুধবার রাতে ছড়িয়ে পড়েছিল তাঁর মৃত্যসংবাদ। সব্যসাচী চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় সেদিনই লিখেছিলেন,- ওকে আর কিছুক্ষণ থাকতে দিন। প্রতিটা মানুষ তখন থেকে মিরাকেলের অপেক্ষা প্রহর গুনছিল। প্রতিটা মানুষ তখন প্রার্থনা করেছিলেন জিতে যাক সব্যসাচী, জিতে যাক ঐন্দ্রিলা। তবে সপ্তাহ ঘোরার আগেই কাল হল পর পর ১০বার হৃদরোগ। সব্যসাচী নিজেই জানিয়েছিলেন ভাল হয়ে উঠছেন ঐন্দ্রিলা শর্মা। তবে শনিবারই আবারও অবস্থার অবনতি ঘটতে শুরু করে। এদির রাতেই সঙ্কটজন ঐন্দ্রিলাকে ঘিরে বাড়তে তাকে উদ্বেগ।

রবিবার বেলা ১২.৫৯ মিনিটে মৃত্যু হয় অভিনেত্রীর। হাসপাতাল সূত্র খবর প্রকাশ পাওয়া মাত্রই বাড়তে থাকে হাসপাতালের বাইরে ভিড়। চোখের জলে ভাসতে থাকেন শুভাঙ্খীরা। জানা যায়, এদিন বিকেল চারটে নাগাদ ঐন্দ্রিলার মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে তাঁর কুঁদঘাটের বাড়িতে, সেখানেই উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ঘণ্টাখানিকের পর বিকেল ৫টায় মরদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিয়োতে। সেখান থেকে রওনা হবেন ঐন্দ্রিলা শেষযাত্রায়। কেওড়াতলা মহাশ্মানে শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেত্রীর। খবর পেয়ে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শোকপ্রকাশ করেছেন।

সোশ্যাল পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বিশিষ্ট অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার অকাল-প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ হাওড়ায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতিশ্রুতিময়ী তরুণী এই অভিনেত্রীর বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তাঁর অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিয়াল ঝুমুর, মহাপীঠ তারাপীঠ, জীবন জ্যোতি, জীবন কথা, জিয়নকাঠি ইত্যাদি। এছাড়াও তিনি কয়েকটি চলচ্চিত্রেও তিনি অভিনয় করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে এবছর ‘অসাধারণ প্রত্যাবর্তন’ বিভাগে টেলি সম্মান অ্যাওয়ার্ড প্রদান করেছে। মারণরোগের বিরুদ্ধে অদম্য মনোবল নিয়ে তিনি যেভাবে লড়াই করেছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাঁর ট্রাজিক প্রয়াণ অভিনয় জগতের এক বড় ক্ষতি। আমি ঐন্দ্রিলা শর্মার পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি লেখেন- ‘মাত্র ২৪ বছরে অভিনেত্রীর চলে যাওয়াতে গভীরভাবে শোকস্তব্ধ। শিল্প ও শিল্পীর মৃত্যু ঘটে না। আমাদের মধ্যে সারা জীবন তিনি থেকে যাবেন। তাঁর লড়াই সকলে সারা জীবন মনে রাখবেন। তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।’