AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shaktimaan: অ্যাভেঞ্জারদের থেকে কোনও অংশে কম নয় আমাদের শক্তিমান: কারণ ব্যাখ্যা মুকেশ খান্নার

Shaktimaan: প্রসঙ্গত, ৯০-এর দশক জুড়ে থাকা ওই শো এবার ছবির আকারে ফিরতে চলেছে বড় পর্দায়। গত মাসেই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের এক টুইট থেকে এই খবর প্রকাশ্যে আসে।

Shaktimaan: অ্যাভেঞ্জারদের থেকে কোনও অংশে কম নয় আমাদের শক্তিমান: কারণ ব্যাখ্যা মুকেশ খান্নার
অ্যাভেঞ্জারদের থেকে কোনও অংশে কম নয় আমাদের শক্তিমান
| Edited By: | Updated on: Mar 10, 2022 | 2:59 PM
Share

ওদের ব্যাটম্যান আছে, আছে সুপারম্যান, ক্যাটওম্যান, আর আমাদের শক্তিমান— যার সঙ্গে জড়িয়ে ৯০ দশকের নস্টালজিয়া, মায়ের বকুনি, হোমওয়ার্ক মিসের নানা আখ্যান। ঝাঁ চকচকে সুপারহিরোদের তালিকায় শক্তির নিরিখে আমাদের এই দেশি হিরো কি অনেকটা অ্যাপিছিয়ে? মোটেও মানতে রাজি নন অনস্ক্রিন ‘শক্তিমান’ মুকেশ খান্না। কেন? সে কারণও ব্যাখ্যা করলেন তিনি।

তাঁর কথায়, “যদি সুপারম্যান, স্পাইডার ম্যানের ক্ষমতার সঙ্গে শক্তিমানের ক্ষমতার তুলনা করা হয় তাহলে দেখা যাবে শক্তিমান কিন্তু সকিছুই প্রায় করতে পারে।” তিনি যোগ করেন, শক্তিমান নাকি নেমে পড়েছেন ওই ‘ম্যান’দের জোর টক্কর দিতে। আর শক্তিমানের শক্তির উৎস? মুকেশের সাফ উত্তর, “পঞ্চভূত (পৃথ্বী, অপ, অগ্নি, বায়ু, আকাশ)-এর উপাদান দিয়ে তৈরি হয়েছে। তাই শক্তি কম তা একেবারেই নয়।”

প্রসঙ্গত, ৯০-এর দশক জুড়ে থাকা ওই শো এবার ছবির আকারে ফিরতে চলেছে বড় পর্দায়। গত মাসেই ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের এক টুইট থেকে এই খবর প্রকাশ্যে আসে। সিনেমার প্রথম ঝলক শেয়ার করে তরণ লিখেছিলেন, “এই বার শক্তিমান আসতে চলেছে বড় পর্দায়। আদপে ট্রিলোজির আকারে তৈরি হবে এই সিনেমা।” মূখ্য ভূমিকায় কে থাকবেন? শক্তিমানের নাম ভূমিকায় অভিনয় করা মুকেশ খান্নাকেই কি দেখা যাবে আরও একবার? জানা যাচ্ছে মুকেশ সম্ভবত নন। তার বদলে ভারতের অন্যতম সুপারস্টারকেই নাকি দেখা যাবে নামভূমিকায়। পরিচালকও নাকি বেশ উঁচু দরের। তবে শক্তিমানের ভূমিকায় তিন খান নাকি অন্য কোনও নিউএজ স্টার, তা এখনও জানা যায়নি। তবে মুকেশ খান্নাকে দেখা যাবে প্রযোজকের ভূমিকায়। ওই ছবির প্রধান প্রযোজক সোনি পিকচারস।

১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল শক্তিমানের পথ চলা। চলেছিল প্রায় আট বছর। ওই ধারাবাহিকের শেষ এপিসোড সম্প্রচারিত হয়েছিল ২৭ মার্চ ২০০৫। যে সময় শক্তিমান পথ চলা শুরু করে সে সময় এ দেশে সুপারহিরো কনসেপ্ট এতটা গাঢ় ছিল না। তাই শক্তিমানই ছিলেন ‘ফিকশনাল মুশকিল আসান’। মুকেশ খান্নার ছাড়াও ওই ধারাবাহিকে দেখা যেন কিটু গিদওয়ানি, গজেন্দ্র চওহানকেও। সত্যিই ছিল শক্তিমানের ধর্ম। সে পুজো করতো ওম চিহ্নকে।

সেই ইমোশনই ফিরছে আরও একবার। ভারতীয়দের রন্ধ্রে গেঁথে যাওয়া সুপারহিরো কি বক্স অফিসে জায়গা করে নিতে পারবে, তা অবশ্য বলবে সময়।

আরও পড়ুন- Bengali Serial TRP: এই প্রথম এত কম নম্বর ‘মিঠাই’য়ের, টিআরপি তালিকায় বড় চমক!