AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পন্ডিত রাজন মিশ্র

জানা গিয়েছে, দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজন। চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি করা হয়।

করোনার আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পন্ডিত রাজন মিশ্র
পন্ডিত রাজন মিশ্র।
| Updated on: Apr 25, 2021 | 8:44 PM
Share

ফের করোনার (covid 19) হানায় নক্ষত্র পতন। প্রয়াত হলেন পন্ডিত রাজন মিশ্র। ধ্রুপদী গানের জগতে রাজন-সাজন জুটি দর্শকের দরবারে জনপ্রিয় ছিল। করোনার থাবায় ভেঙে গেল সেই জুটি।

জানা গিয়েছে, দিন কয়েক আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন রাজন। চিকিৎসা চলছিল। কিন্তু শেষরক্ষা হল না। তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সন্ধ্যায় সেখানেই প্রয়াত হন তিনি।

সূত্রের খবর, দিল্লিতে করোনা পরিস্থিতিতে অক্সিজেন সংকট তীব্র। করোনা রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে জায়গা পাওয়াও সমস্যার হচ্ছে। রাজনের হৃদযন্ত্রের সমস্যা ছিল। ফলে করোনা আক্রান্ত হওয়ার পর দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে হাসপাতালে জায়গা পাওয়া না গেলেও পরে পরিচিত সূত্রে তাঁকে হাসপাতালে ভর্তি করানো গিয়েছিল। কিন্তু তাঁকে ফিরিয়ে আনা গেল না।

বেনারস ঘরানার সঙ্গীতশিল্পী ছিলেন রাজন। পদ্মভূষণ এবং সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। বিশ্ব জুড়ে তাঁর অগণিত ছাত্রছাত্রী। রাজনের প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত মহলে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সুচিত্রা কৃষ্ণমূর্তি, সালিম মার্চেন্টের মতো শিল্পীরা জানিয়েছেন, সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি।

১৯৫১-এ জন্ম রাজনের। বেনারসে বড় হয়েছেন। বাবা হনুমান প্রসাদ মিশ্রের কাছেই সঙ্গীতের তালিম নেওয়ার শুরু। ধ্রুপদী সঙ্গীত চর্চা করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত।

আরও পড়ুন, মালদ্বীপ থেকে মুম্বই ফিরে কী বললেন আলিয়া-রণবীর?

করোনার দ্বিতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে গোটা বিশ্ব। প্রতিদিন যে হারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এই আশঙ্কা সম্পর্কে একপ্রকার নিশ্চিত চিকিৎসক মহল। সর্বস্তরে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। অক্সিজেন সংকট তীব্র হচ্ছে গোটা দেশ জুড়ে। বহু মানুষের মৃত্যু পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এ বার মৃত্যু মিছিলে যুক্ত হল এই শিল্পীর নামও।