বিহঙ্গী বিশ্বাস
৩৩ তম ওভার চলছে। বিপুল পরিমাণ রানের বোঝা কিউয়িদের মাথার উপর চাপিয়েও ফলাফল যে কী হতে চলেছে বোঝা যাচ্ছিল না। এমন সময়েই পুরনো সৈন্য মহম্মদ শামির হাতে বল তুলে দিলেন ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক রোহিত শর্মা। বাকিটা ইতিহাস। শামির সাত উইকেট, নতুন রেকর্ড ও শেষমেশ ভারতের ফাইনালে পৌঁছনো। শুধু ওয়াংখেড়ে স্টেডিয়াম নয়, গোটা দেশে যখন দীপাবলির দীর্ঘায়িত সেলিব্রেশন তখন আরও একজন ওয়াংখেড়ের খুব কাছে বসে গোটা খেলা দেখছিলেন খুঁটিয়ে খুঁটিয়ে। তিনি পায়েল ঘোষ। মুম্বইয়ের বাঙালি অভিনেত্রী।
কিছু দিন আগেই শামিকে স্বামী বানানোর আর্জি নিয়ে একটি টুইট করে বেশ চর্চায়। এক বাঙালি হাসিন জাহানের সঙ্গে দাম্পত্য সুখের হয়নি শামির। বিশ্বকাপ চলাকালীনও হাসিনের নানা কুরুচিকর মন্তব্যে বিদ্ধ হতে হয়েছে তাঁকে। ওদিকে আর এক বঙ্গললনার আজ চোখে জল। মুম্বইয়ে বসে টিভিনাইন বাংলাকে বললেন, “কী বলব! প্রার্থনা করে যাচ্ছিলাম। ভারতের জন্য, শামির জন্য। অনেক কিছু সহ্য করেছে ও। সব ভাল ওর প্রাপ্য। যা যা পাচ্ছে যে সাফল্য পাচ্ছে এই সবকিছু পাওয়ার অধিকার ওর রয়েছে। আমি আমার সাধ্যমতো সেই সাফল্যেই কিছু যোগ করার চেষ্টা করছি মাত্র। ভারত জিতুক। শামি এগিয়ে যাক।” শুধু পায়েল কেন? সবারই আজ একই প্রার্থনা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মন জিতেছেন আগেই, ফাইনালে কী হবে, এখন শুধু সেটাই দেখার। হাসিন, শুনছেন?