Exciting Offer: মাত্র এক টাকায় সিনেমা দেখাবে PVR Inox! গোটা নয়, হাফও নয়, তাহলে?
Exciting Offer: মাসের শেষে পকেট গড়ের মাঠ। অথচ সিনেমা দেখার ইচ্ছে ষোলোআনা। প্রিয় মানুষটিকে নিয়ে প্রেক্ষাগৃহের এসিতে কাটাতে চাইছেন কিছুটা একান্ত সময়?
মাসের শেষে পকেট গড়ের মাঠ। অথচ সিনেমা দেখার ইচ্ছে ষোলোআনা। প্রিয় মানুষটিকে নিয়ে প্রেক্ষাগৃহের এসিতে কাটাতে চাইছেন কিছুটা একান্ত সময়? পিভিআর আইনক্স, আপনার জন্য নিয়ে এসেছে দারুন এক সুযোগ। যার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র এক টাকা। এক টাকা দিলেই আগামী আধ ঘণ্টা, ঠান্ডা ঘরে, আরামচেয়ারে বসে আপনি পুরোপুরি সিনেমা দেখার মজা নিতে পারবেন। ব্যাপারটা তবে খুলেই বলা যাক। কোভিড পরবর্তী কালে মানুষের সিনেমা হলে যাওয়ার উৎসাহ কিছুটা হলেও কমে গিয়েছে। এমতাবস্থায় মানুষকে ফের হলমুখী করতে ও একই সঙ্গে আগামী ছবিগুলির জন্য আগ্রহ সুনিশ্চিত করতে হলে মাত্র এক টাকা খরচ করলেই পিভিআর দেখাবে আসন্ন ১০টি ছবির ট্রেলার। গত ৭ এপ্রিল থেকে গোটা ভারত জুড়েই শুরু হয়েছে এই ব্যবস্থা। এ প্রসঙ্গে পিভিআরের সিইও অলোক টন্ডন টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “ভীষণ ভাল প্রতিক্রিয়া পেয়েছি। লঞ্চের পর থেকেই ইতিমধ্যেই ৩৫ থেকে ৪০ হাজার মানুষ এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।” কী কী ট্রেলার দেখানো হবে? মে-জুন মাস ধরে যে সব ছবি মুক্তি পাবে সেই সব ছবিরই ট্রেলারই দেখানো হবে বলে জানা গিয়েছে।
করোনাকালে দীর্ঘ সময় বন্ধ ছিল সিনেমা হল। সে সময় ‘হালে পানি’ ধরেছিল ওটিটি প্ল্যাটফর্মগুলি। বর্তমানে ব্যস্ততায় ঘিরে থাকা জনজীবনের ভরসা কিন্তু ওই ওটিটি। সিনেমা হলের প্রতি ক্রমশ আগ্রহ হারাচ্ছে সাধারণ। আমির খানের ছবি ‘লাল সিং চাড্ডা’ও বক্স অফিসে সফল হয়নি। এখানেই শেষ নয়। সলমন খান, অক্ষয় কুমারদের অবস্থাও ঠিক একই রকম। তবে এরই মাঝে আশার আলো দেখিয়েছিল ‘পাঠান’ ছবিটি। ব্যাপক ব্যবসা করে ওই ছবি। তবে দক্ষিণী ছবি ছাড়া হিন্দির পাশাপাশি বাংলা ছবির অবস্থাও এক। এমতাবস্থায় মানুষ যাতে হলে ফিরে আসেন, আবারও সেই হাউজফুল বোর্ড ঝোলে প্রেক্ষাগৃহে সেই কারণেই মূলত এই উদ্যোগ। কতটা কার্যকরী হয় তা তো বলবে সময়।